অউনিঞা
বানান বিশ্লেষণ : অ+উ+ন্+ ই+ঞ্ +আ
উচ্চারণ:
ou.ni.ã (ওউ.নি.আঁ)
শব্দ-উৎস: সংস্কৃত অগ্রানীক > প্রাকৃত আগু-অনীক> বাংলা  অউনিঞা।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {সেনাঙ্গসেনা এককসাংগঠনিক একক | সামাজিক সংগঠনসামাজিক দল | দল | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ:
১. কোন অগ্রসরমান সেনাদলের অগ্রভাগে যে সৈন্যরা থাকে, তাদের সাধারণ নাম ।
সমার্থক শব্দাবলি: অউনিঞা, অগ্রগামী সৈন্য, সেনাগ্র, সেনাগ্রমুখ, সেনাবাহিনীর অগ্রভাগ, সেনাবাহিনীর সম্মুখভাগ।
ইংরেজি: vanguard, van

অর্থ: সেনা সমাবেশে বা ব্যুহ রচনাকালে সেনাবাহিনীর যে অংশ আক্রমণ বা প্রতিরোধের জন্য সম্মুখভাগে প্রধান অংশ হিসাবে রাখা হয় ।
সমার্থক শব্দাবলি: সেনাগ্রমুখ, সেনামুখ
শব্দ বিবর্তন:
সূত্র :