দ্বীন
বানান বিশ্লেষণ: দ্+ব্+ঈ+ন্+অ
উচ্চারণ:
d̪in (দিন্)
শব্দ-উৎস: আরবি দিন> বাংলা দীন, দ্বীন।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { ধর্ম | প্রতিষ্ঠান | সামাজিক সংগঠন | সামাজিক দল | দল | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ:
অলৌকিক বিশ্বাস ভিত্তিক ধারণকৃত মতাদর্শ।
সমার্থক শব্দ: দীন, দ্বীন, ধর্ম
সূত্র: