ক্রম
বানান বিশ্লেষণ: ক্+র্+অ+ম্+অ
উচ্চারণ:

শব্দ-উৎস: সংস্কৃত ক্রম> বাংলা ক্রম
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

১. ক্রম্ (গমন করা) + অ (ঘঞ্)}
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| পরম্পরা | ক্রমবিন্যাস | সজ্জা-ধরণ | দল | বিমূর্তন বিমূর্ত-সত্তা সত্তা |
অর্থ:

১.১. একের পর এক।
সমার্থক শব্দাবলি:
পর পর, পরম্পরা। এ সকল অর্থে ক্রম শব্দটি পরপদে ব্যবহৃত হয়।
যেমন-
অংশক্রম (কোনো সেটের অংশসমূহের ক্রমবিন্যাসের ক্রম)। 
অনুক্রম, ধারাক্রম, পর্যায়ক্রম, বর্ণানুক্রম।

১.২. শ্রেণিবদ্ধ রূপ অর্থে- শ্রেণিবদ্ধভাব, সুচারুরূপে সন্নিবেশ (সারিক্রম)
১.৩. পরম্পরা রক্ষা করে কার্য সম্পন্ন হয়, এই অর্থে - পদ্ধতি (কার্যক্রম)
১.৪. বিধানের পরম্পরা অনুসরণ, এই অর্থে- অনুযায়ী (আদেশক্রম)
১.৫. পরম্পরা অনুসরণে অতিক্রান্ত সময়মান, এই অর্থে- অতিক্রম, অত্যয় (কালক্রম)
১.৬. পরম্পরা অনুসরণে পদচারণায় অতিক্রম করা অর্থে- পদক্রম, পাদবিক্ষেপ, পাদচার।
১.৭. পরম্পরা অনুসরণে দেহগত ক্ষমতার বিচারে- শক্তি, বল, সামর্থ। (অক্রম, বিক্রম) 

বিপরীতার্থক শব্দ:

যুক্তশব্দ:

২. √ক্রম্ (গমন করা) + অ (অচ্))
পদ: বিশেষ্য

হিন্দু পৌরাণিক কাহিনি মতে-
১. মহাশক্তির (ত্রিবিক্রম) অধিকারী যিনি। এই অর্থে
বিষ্ণু'র অপর নাম ক্রম।
২. সর্ব-আক্রমণকারক অর্থে-
রুদ্র