পায়রা
বানান্ বিশ্লেষণ : প্+আ+য়্+অ+র্+আ
উচ্চারণ:
paĕ.ra
(পায়্.রা)
শব্দ-উৎস:
সংস্কৃত পারাপত,
পারাবত >
বাংলা
পারাবত >পায়রা
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{| পাখি |
মেরুদণ্ডী|
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
অর্থ: Columba
গণের অন্তর্গত এক পাখি।
সমার্থক শব্দাবলি: কইতর,
কপোত,
কবুতর,
পায়রা,
পারাবত ।
সূত্র:
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান