![]() |
মেগাফোনের প্রথম রেকর্ড লেবেল |
১৯৩২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (১৬ ভাদ্র-১৫ আশ্বিন ১৩৩৯) মাসে নজরুল ইসলাম-এর রচিত এই দুটি গানের রেকর্ডে প্রকাশিত হয়েছিল। দুটি গানের শিল্পীই ছিলেন ধীরেনদাস। গান দুটি হলো-
মেগাফোনের প্রথমদিককার শিল্পী ছিলেন কানন দেবী, ওস্তাদ ফৈয়াজ খান, , আখতার বাঈ (বেগম আখতার), ভীষ্মদেব চট্টোপাধ্যায়। কিছুদিন পরে এই দলে যোগদান করেন সরোদিয়া আমীর খাঁ, সপ্ততন্ত্রীবাদক এনায়েৎ খাঁ, সারেঙ্গীবাদক ছোটে খাঁ, কণ্ঠসঙ্গীতে ওস্তাদ জমিরুদ্দিন খাঁ, গিরিজা চক্রবর্তী, জদ্দন বাঈ প্রমুখ। পরে এই তালিকা সমৃদ্ধ করেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, কমল ঝরিয়া, সামাদ কাওয়াল। গীতিকার হিসেবে নজরুল ইসলাম ছাড়া ছিলেন অজয় ভট্টাচার্য, হেমেন্দ্রকুমার রায়, গিরীন চক্রবর্তী, প্রণব রায়, সজনীকান্ত দাস, সুবোধ পুরোকায়স্থ, জসিমউদ্দীন, বন্দে আলী মিয়া প্রমুখ। নজরুল ছাড়া প্রখ্যাত সুরকারদের মধ্যে ছিলেন হিমাংশু দত্ত, হীরেন বসু। রেকর্ড নাট্যে ছিলেন তুলসী লাহিড়ি, শিশিরকুমার ভাদুরী, অহীন্দ্র চৌধুরী, ছবি বিশ্বাস প্রমুখ।
- জেএনজি ৩। শিল্পী শ্রীমতী প্রভাবতী দেবী
- আনমনে জল নিতে ভাসিল গাগরি [তথ্য] [শ্রবণ নমুনা]
- চাঁপা রঙের শাড়ি আমার [তথ্য]
- জেএনজি ৪। শিল্পী: মিস বীণাপাণি
- জেএনজি ৬। শিল্পী: আব্বাস উদ্দিন
- জেএনজি ৮। শিল্পী: নজরুল ইসলাম