প্রাগৈতিহাসিক ভাষা  
প্রাগ-ইন্দো-ইউরোপিয়ান ভাষা পরিবার

ইন্দো-ইউরোপিয়ান ভাষা পরিবার
ইংরেজি :
Indo-European languag
মানুষের কথিত ভাষার একটি অন্যতম পরিবার। প্রাগৈতিহাসিক ভাষা থেকে অন্যান্য ভাষা পরিবারের মতই জন্ম নিয়েছিল প্রাগ-ইন্দো-ইউরোপিয়ান ভাষা পরিবার। পরবর্তী সময়ে প্রাগ-ইন্দো-ইউরোপিয়ান ভাষা পরিবার থেকে জন্ম হয় ইন্দো-ইউরোপিয়ান ভাষা পরিবার। এই ভাষা পরিবারের উদ্ভব সম্পর্কে তিনটি প্রধান উপপ্রমেয় পাওয়া যায়। এই উপপ্রমেয় তিনটি হলো

আদি ইন্দো-ইউরোপিয়ানরা বাস করতো, আনাতোলিয়া, বলকান, আরমেনিয়া বা ককেশাস অঞ্চলে। এরাই কালক্রমে ইউরোপ, মধ্য এশিয়া, ইরান এবং  ভারতবর্ষে প্রবেশ করেছিল।

ইন্দো-ইউরোপীয় ভাষার নামকরণের ভিতর দিয়ে এর ব্যাপ্তী অনুভব করা যায় না। কারণ, ভারত ও ইউরোপের প্রচলিত ভাষাকে একটি পরিবারের অন্তর্ভূক্ত করে এই পরিবারের নামকরণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে এই বিচারে একে যথার্থ বিবেচনা করা যায় না। কারণ এই ভাষা
ভারত ও ইউরোপ ছাড়াও ছড়িয়ে পড়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং এই সকল মহাদেশের দেশসমূহ এবং এই সকল অঞ্চল-সংলগ্ন বহু দ্বীপপুঞ্জে। তাই বর্তমানে এই ভাষা-পরিবারের নামকে শুধু মাত্র ভারত ও ইউরোপের সাথে সম্পর্কিত বিবেচনা না করে, একটি পারিভাষিক নাম হিসাবে বিবেচনা করা হয়।

সূত্র :
ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। সুনীতিকুমার চট্টোপাধ্যায়
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত।  ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা। ডঃ রামেশ্বর শ।
http://en.wikipedia.org/wiki/Indo-European_languages
http://www.ethnologue.com/subgroups/indo-european