বলকান
শব্দ-উৎস: ইংরেজি Balkan>বাংলা বলকান
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  {  ইউরোপীয় দেশ | দেশ | প্রশাসনিক জেলা | জেলা | ভূস্থান  | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ:
দক্ষিণ-পূর্ব ইউরোপীয় একটি ঐতিহাসিক অঞ্চল। [দেখুন: ইউরোপ]
ইংরেজি নাম:
The Balkans
 

এর পূর্বে কৃষ্ণসাগর, পশ্চিমে আড্রিয়াটিক সাগর, দক্ষিণে ভূমধ্যসাগর, উত্তরে দানিউব, সাভা ও কুপা নদীবাহিত অঞ্চল। বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত বলকান পর্বতমালার নামে অঞ্চলটির নাম এসেছে। এর আয়তন প্রায় ৫৫০,০০০ বর্গকিলোমিটার।

 

ঐতিহাসিকভাবে বলকান ছিল উসমানীয় সাম্রাজ্যের ইউরোপীয় অংশটির নাম। উসমানীয় বংশের শাসনের শেষে এই অঞ্চলটি অনেকগুলো স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানে ‌এই অঞ্চলে যে সকল স্বাধীন রাষ্ট্র রয়েছে, তার তালিকা দেওয়া হলো।