আর্দ্রা (নক্ষত্র)
ইংরেজি: Betelgeuse আরবি الجوزاء al-Jauzā'  শব্দ থেকে  ংরেজিতে বেটেল গয়েস (Betelgeuse) নামটি গ্রহণ করা হয়েছে।
জ্যোতির্বিজ্ঞান
নাম :
α Orionis, α Ori, Alpha Orionis

কালপুরুষ (
Orion) নক্ষত্রমণ্ডলের একটি অতি দানবতারা
পৃথিবী থেকে এর দূরত্ব ৬৪০ আলোকবর্ষ। কালপুরুষের ডান কাঁধের তারা হিসাবে একে শনাক্ত করা হয়।   

      বিষুবাংশ (RA) : ০৫ ঘ ৫৫ মি ১০.৩০৩৫সে
      বিষুবলম্ব
(Dec) : -০৭২৪ মি ২৫.৪২৬ সে

মহাকাশের সকল নক্ষত্রের মধ্যে উজ্জ্বলতার বিচারে অষ্টম এবং কালপুরষ মণ্ডলের বিচারে দ্বিতীয়। এটি একটি সামান্য অনিয়মিত বিষমতারা (Semiregular variables এই কারণে এর ব্যাসার্ধ স্থিরভাবে পাওয়া যায় না। তবে ধারণা করা হয় এর ৯৫০ থেকে ১২০০ সৌর ব্যাসার্ধের সমান। বিজ্ঞানীরা সরল তুলনা করে অনেক সময় বলেন যে, আর্দ্রা আকার যদি একটি ফুটবল স্টেডিয়াম হয়, তবে সূর্যের আকার হবে একটি আমের মতো। আর এর ভর ৭.৭-২০ সৌর ভরের সমান।

ভর ও ব্যাসার্ধের বিচারে এটি দানব তারা।  কিন্তু দানবতারাদের ভিতরে একে শীতল তারা বলা হয়। ধারণা করা হয় এর উপরিতলের তাপমাত্রা ৩১৪০-৩৬৪১ কেলভিন।

এর বর্ণালী M2Iab। এর রং লালচে। এই কারণে একে বলা হয় লোহিত দানবতারা। মূলত এই নক্ষত্র থেকে অবিরত গ্যাসীয় উপাদান বাইরে ছিটকে বেরিয়ে আসে এবং এর অধিকাংশই মেঘাকারে এই নক্ষত্রকে ঘিরে রাখে। এর ফলে এর আলোকমণ্ডলকে খুব ভালোভাবে দেখা যায় না। এছাড়া  এর ঘূর্ণন গতি দ্রুত বেশ দ্রুত। প্রতি সেকেন্ডে  নিজ অক্ষের উপর ৫ কিলোমিটার বেগে আবর্তিত হয়। এই কারণে এর উপরিতলে অগ্নিশিখার প্রবাহ চলতে থাকে ঝড়ের গতিতে।

এই নক্ষত্রটি প্রায় ১০ লক্ষ বৎসর পরে বিস্ফোরিত হবে এমনটা ধারণা করা হয়। এরপর এটি একটি ২০ কিলোমিটার ব্যাসের নিউট্রন তারায় পরিণত হবে।


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition