অতি দানবতারা
ইংরেজি :
supergiant

 

নক্ষত্র জগতের সবচেয়ে ভারি তারাকে বলা হয় অতি দানবতারা। এই জাতীয় নক্ষত্রের ভিতরে যাদের উজ্জ্বলতা অনেক বেশি তাদেরকেও কখনো কখনো অন্যন্য দানবতারা (hypergiants) বলা হয়। Hertzsprung-Russell diagram বর্ণালী শ্রেণিতে এর অবস্থান সবার উপরে অর্থাৎ Ia। ইয়ের্কস শ্রেণি অনুসারে এই জাতীয় নক্ষত্রের বর্ণালীমান Ib।  এদের ভর সূর্য-এর ভরের ৮ গুণ থেকে ৭০ গুণ বেশি। এবং উজ্জ্বলতার বিচারে সূর্য-এর চেয়ে ৩০,০০০ গুণ হতে পারে। এর ব্যাস সৌর ব্যাসের চেয়ে ৩০ থেকে ৫০০ গুণ বেশি। [বর্ণালী অনুসারে নক্ষত্র-শ্রেণিকরণ]

 

বিপুল ভরের কারণে এদের জীবনকাল বেশ ছোটো হয়ে থাকে। কয়েক হাজার বৎসর থেকে ৩ কোটি বৎসরের ভিতর এই নক্ষত্রগুলো তাদের জ্বালানী ফুরিয়ে ফেলে। এদের সাধারণত দেখা যায় কিছু বিশেষ ধরনের গ্যালাক্সি'তে (কুণ্ডলিত গ্যালাক্সি বা অনিয়মিত গ্যালাক্সি) পাওয়া যায়।

 

এই জাতীয় নক্ষত্রে
এই জাতীয় নক্ষত্রের উচ্চতর বা পরম বর্ণালী শ্রেণি ও অন্যান্য বৈশিষ্ট্যের বিচারে এর মান হলো-
 

নক্ষত্র শ্রেণি তাপমাত্রা (কেলভিন) প্রচলিত
বর্ণধারণা
প্রতীয়
বর্ণমান
ভর
(সৌরভর)
ব্যাসার্ধ
(
সৌর-ব্যাসার্ধ)
উজ্জ্বলতা
সৌর-উজ্জ্বলতা (solar luminosity)  
O ৩৩,০০০ নীল নীল >১৬ >৬.৬ >৩০,০০০

 
এই জাতীয় নক্ষত্রের উচ্চতর বা পরম বর্ণালী শ্রেণি ছাড়াও এর বিবর্তিত আরও কিছু প্রকরণ রয়েছে। যেমন-
O শ্রেণি : এই জাতীয় নক্ষত্রের রং নীল। এই জাতীয় নক্ষত্রের তালিকায় পাওয়া যায়- অগস্ত্য (Canopus)

B শ্রেণি : এই জাতীয় নক্ষত্রের রং নীলাভ-সাদা। এই জাতীয় নক্ষত্রের তালিকায় পাওয়া যায়- বাণরাজা (Rigel)

M শ্রেণি : : এই জাতীয় নক্ষত্রের রং লাল। এই জাতীয় নক্ষত্রের তালিকায় পাওয়া যায়- আর্দ্রা (Betelgeuse), জ্যেষ্ঠা (Antares)।  O শ্রেণির নক্ষত্র বিবর্তিত হয়ে এই শ্রেণির নক্ষত্রে পরিণত হয়।


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ।
১-৫ খণ্ড।

http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition
A Brief history of time / Stephen Hawking
Essays about Univesre/Boris A. Vorontrov-Vel'Yaminov/Mir Pulishers Moscow/1985