বিগব্যাং-এর পরবর্তী ১০
সেকেন্ড ব্যাপক
ফোটন তৈরির বিষয়টি শুরু হয়েছিল। এর শুরু হয়েছিল
পূর্ববর্তী লেপ্টন অন্তঃযুগে। [দ্রষ্টব্য
বিগব্যাং]
এর ফলে মহাবিশ্ব
ফোটন কণায় পূর্ণ হয়ে গিয়েছিল। তাই বিগব্যাং-এর পরবর্তী এই সময়কে বলা হয় ফোটন অন্তঃযুগ।
এই অন্তঃযুগের
১০ সেকেন্ড থেকে ১০০০ সেকন্ডের মধ্যে তাপমাত্রা
১০৯
কেলভিন
থেকে ১০৭
কেলভিনে
নেমে এসেছিল। আদি
প্রোটন ও
নিউট্রনের
সংশ্লেষণে আদি পারমাণবিক নিউক্লেই
(atomic nuclei) তৈরি হয়েছিল। এই সময়
হাইড্রোজেনের পাশাপাশি
হিলিয়াম
নিউক্লেই তৈরি হয়েছিল। এবং মহাবিশ্বের বস্তুপুঞ্জের প্রায় ২৪ ভাগ এই নিউক্লেই
দ্বারা পূর্ণ হয়ে গিয়েছিল।
ফোটন তৈরির
বিষয়টি শুরু হয়েছিল বিগব্যাং-এর পর থেকেই। এই প্রক্রিয়া তীব্রতর রূপ লাভ করে ১০
সেকেণ্ড থেকেই। এই সময়ের পর থেকে মহাবিশ্ব ফোটন কণায় পূর্ণ হয়ে গিয়েছিল।
মূলত নানা ধরনের আদি কণা এবং এর প্রতিকণার সংঘর্ষ এবং
ইলেক্ট্রন,
প্রোটন ও
নিউট্রনের নানা ধরনের সংযোজনের সূত্রে বিপুল পরিমাণ
ফোটন কণা আদি বিশ্বলোককে আচ্ছন্ন করে ফেলেছিল। কিন্তু আয়োনিত কণাসমূহের ভিতর দিয়ে
ফোটন কণাসমূহের অবাধ
চলাচল ছিল না। ফলে প্রোটন/ইলেক্ট্রনের সাথে বারবার ধাক্কা খেয়ে ছিটকে পড়তো। এক কথায়
ফোটন কণাগুলো বিশৃঙ্খল দশায় আব্দ্ধ হয়ে পড়েছিল।
ফলে ফোটন, নিউট্রিনো, ইলেক্ট্রন ও পজিট্রনএর দ্বারা একটি মিশ্র এবং উত্তপ্ত দশার সৃষ্টি হয়েছিল। একে বিজ্ঞানীরা নাম দিয়েছেন প্লাজমা দশা।
এই অবস্থায়
বিপুল পরিমাণ
ফোটন তৈরি
হলেও- নানা ধরণের কণার বিপুল সমাবেশে মহাকাশ অস্বচ্ছ বস্তুপুঞ্জের মতো দেখাতো।
ফোটনের বিকিরণ ঘনত্ব বেশী থাকায়- অনেক সময় বিকিরণ-প্রধান যুগও বলা হয়। মহাবিশ্বের
প্রসারণ ও মহাকাশীয় শীতল পরিবেশের মধ্যে প্লাজমা ক্রমে তাপ হারিয়ে শীতল হয়ে পড়েছিল।
পুনঃসংযোজন পর্ব।
অর্থাৎ এই পর্বের সূচনা হয়েছিল ১৩৭৯.৬২ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দের পূর্বে।