কোয়েসার
বানান বিশ্লেষণ: ক্+ও+য়্+এ+স্+আ+র্+আ
উচ্চারণ:
koe.sar (কোয়ে.সার্)
শব্দ-উৎস: ইংরেজি
quasi-stellar radio source> quasar > বাংলা কোয়েসার।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {|মহাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অত্যুজ্জ্বল মহাকাশীয় লক্ষ্যবস্তু। ইংরেজি
quasi-stellar radio source -এর সংক্ষিপ্ত রূপ হলো- quasar। মহাকাশ পর্যবেক্ষণের অতীত দিনগুলোতে বিদ্যুৎ-চুম্বকীয় শক্তির অত্যাধিক লালসরণ (redshift)-এর উৎস হিসাবে কোয়েসারকে প্রথম শনাক্ত করা হয়েছিল। এছাড়া কোয়েসার থেকে বেতার তরঙ্গ (radio wave) এবং দৃশ্যমান আলো (visible light) বিচ্ছুরিত হয় অনেক বেশি। সব মিলিয়ে এদের থেকে শক্তি নির্গত হওয়ার পরিমাণ বিপুল। মহাকাশের সকল জ্ঞাত উজ্জ্বল লক্ষ্যবস্তুর ভিতর কোয়েসার হলো উজ্জ্বলতম। এই কারণে কোয়েসার নিয়ে বিজ্ঞানীদের রয়েছে অপার কৌতুহল।

 

3C273 নামক কোয়েসারের পর্যবেক্ষণ প্রতিবেদন
বিষুবাংশ
(RA) : ১২ ঘ ২৯ মি ০৬.৭ সেকেন্ড
বিষুবলম্ব
(Dec) : +০২০৩ মিনিট ০৯ সেকেন্ড
লালসরণ ০.১৫৮৩৩৯
±০.০০০০৬৭
২.৪৪৩ গিগা আলোকবর্ষ (১ গিগা আলোকবর্ষ =১০ আলোকবর্ষ)।
আপাত উজ্জ্বলতা ১২.৯

ধারণা করা হয় বিগব্যাং-এর পর ১৫ কোটি থেকে ১০০ কোটি বৎসরে ভিতরে মহাবিশ্বের তাপমাত্রা ৬০ কেলভিন থেকে ১৯ কেলভিনে নেমে এসেছিল। এই সময় হাইড্রোজেনের মেঘমালার কোনো কোনো অংশ পুঞ্জীভূত হয়ে ঘূর্ণায়মান দশায় পৌঁছায়। এর মাধ্যমে হাইড্রোজেন মেঘের একটি শক্তিশালী কেন্দ্রের সৃষ্টি হয়েছিল। এর ফলে কেন্দ্রের প্রচণ্ড চাপ ও তাপের সৃষ্টি হয় এবং এক সময় কেন্দ্রে ভিতরে হাইড্রোজেন-সমৃদ্ধ পারমাণবিক চুল্লি প্রজ্জ্বলিত হয়ে উঠে। এরই মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল মহাকাশের প্রথম ধারার নক্ষত্রসমূহ। ধারণা করা হয়- এই নক্ষত্রগুলোর ভর ছিল আমাদের সূর্যের চেয়ে ৩০ থেকে ৩০০ গুণ বেশি। এ সকল নক্ষত্রের উজ্জ্বলতা ছিল বর্তমান সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি। এই সময়ে অতিকায় কিছু নক্ষত্র কৃষ্ণগহ্বরে পরিণত হয়েছিল। আর কৃষ্ণগহ্বর থেকে উৎপন্ন হয়েছিল কোয়েসার।

বিজ্ঞানীরা মনে করেন যে,
কৃষ্ণগহ্বরের প্রবল আকর্ষণকে কোনো বস্তু কণা উপেক্ষা করতে পারে না। এমন কি একবার কোনো আলো কৃষ্ণগহবরে প্রবেশ করলে, তা বেরিয়ে আসতে পারে না। একটি ক্ষুদ্র স্থানে যখন বিপুল পরিমাণ বস্তু প্রবেশ করতে থাকে, তখন বিপুল পরিমাণেই শক্তি উৎপন্ন হয়। এই শক্তি বিপরীতমূখী ধাক্কায় কৃষ্ণগহ্বরকে ঘিরে অত্যুজ্জ্বল আলোর বলয় তৈরি করে। এই বলয় কৃষ্ণগহ্বরের কেন্দ্র থেকে বহু দূরে সৃষ্টি হয়। তাই এই আলো  কৃষ্ণগহ্বরের অভ্যন্তরে হারিয়ে যাওয়ার পরিবর্তে মহাকাশের দিকে ছুটে পালায়। ফলে কৃষ্ণগহ্বরকে ঘিরে এই দৃশ্যমান আলোর বলয় বহুদূর থেকে দেখা যায়। মূলত এই আলোর বলয়কেই কোয়েসার বলা হয়।


এ পর্যান্ত প্রায় ২,০০,০০০ কোয়েসারের সন্ধান পাওয়া গেছে। অধিকাংশ কোয়েসার ৬০০,০০০,০০০ থেকে ২৮,০০০,০০০,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। প্রথম যে কোয়েসারটি বিজ্ঞানীরা শনাক্ত করেন, তার নাম
3C273 । এই কোয়েসারটি রয়েছে কন্যা নক্ষত্রমণ্ডলে। পৃথিবী থেকে সবচেয়ে কাছের কোয়েসার হলো- Mrl 231 । পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৬০০,০০০,০০০ আলোকবর্ষ।