এনজিয়োস্পার্ম
angiosperm
জীববিজ্ঞানের
প্লান্টি
রাজ্যের একটি থাক বিশেষ। এই থাকের উদ্ভিদ সাধারণভাবে
সপুষ্পক নামে অভিহিত করা হয়। জীববিজ্ঞানে অনেক সময় একে ম্যাগ্নোলিয়োফাইটা
(Magnoliophyta)
নামে অভিহিত করা হয়
ক্রমবিবর্তন
৪৫ থেকে ৪২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
এম্ব্রায়োফাইটা থাক থেকে উদ্ভব হয়েছিল
উদ্ভব হয়েছিল ট্রাকিওবায়োন্টা
উপরাজ্যের উদ্ভিদ। এই উপরাজ্য ৪২.৫ থেকে ৩৬ কোটি
খ্রিষ্টপূর্ব্বাব্দের ভিতরে ৩টি ধাপে এই উপরাজ্যের বিকাশ ঘটে।
- প্রথম ধাপ:
পোলিস্পোরাঙ্গিয়োফাইটা: ৪২.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে ট্রাকিওবায়োন্টা
উপরাজ্যের উদ্ভিদ এর আগে উদ্ভিদ ছিল একক ডাঁটাযুক্ত (যেমন মস)। এই ধাপে
এদের উদ্ভিদ প্রথম ডালপালা ছড়াতে শেখে। আদি উদ্ভিদ 'কুকসোনিয়া' ছিল এই দলের প্রথম দিককার প্রতিনিধি। এরা প্রথম একাধিক রেণুথলি ধারণ করার ক্ষমতা অর্জন করে, যা উদ্ভিদের বংশবৃদ্ধির হার বহুগুণ বাড়িয়ে দেয়।
- দ্বিতীয়ধাপ
ট্রাকিয়োফাইটা: প্রায় ৪১.৫ থেকে ৪০ কোটি বছর আগে (সিলুরিয়ান যুগের শেষভাগ থেকে ডেভোনিয়ান যুগের শুরুতে)।
বিবর্তনীয় বিপ্লব: এটি ছিল উদ্ভিদের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। এই সময়ে উদ্ভিদের শরীরে জাইলেম ও ফ্লোয়েম নালীর উদ্ভব ঘটে। এর ফলে উদ্ভিদ মাটি থেকে অনেক উঁচুতে পানি পাঠাতে সক্ষম হয় এবং প্রথম বনের উদ্ভব ঘটে। এই সময়েই লিগনিন নামক শক্ত পদার্থ কোষপ্রাচীরে যুক্ত হওয়া শুরু হয়, যা গাছকে শক্ত কাষ্ঠল কাঠামো দেয়।
- তৃতীয় ধাপ:
স্পের্ম্যাটোফাইটা।
প্রায় ৩৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দে (ডেভোনিয়ান যুগের শেষভাগে)।
এই থাকের উদ্ভিদের আবির্ভাব হয়। এর আগে পর্যন্ত সব উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য পানির ওপর সরাসরি নির্ভরশীল ছিল (রেণু বিস্তারের জন্য)। স্পের্ম্যাটোফাইটা বা বীজধারী উদ্ভিদের আবির্ভাবের ফলে উদ্ভিদ মরুভূমি বা শুষ্ক পাহাড়েও ছড়িয়ে পড়ার ক্ষমতা পায়। প্রথম দিকের বীজধারী উদ্ভিদগুলো দেখতে অনেকটা ফার্ন গাছের মতো ছিল, যাদের 'সিড ফার্ন' বলা হয়। এদের মাধ্যমেই আজকের আম বা বকফুলের মতো উন্নত উদ্ভিদের বীজ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল।
এই থাক থেকে উদ্ভব হয়েছিল এনজিয়োস্পার্মের থাকের
উদ্ভিদসমূহ।
এনজিয়োস্পার্মের প্রথম নির্ভরযোগ্য জীবাশ্ম পাওয়া যায় আজ থেকে প্রায় ১৪ কোটি
বছর আগে। যদিও জীবাশ্ম ১৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের পুরানো, আধুনিক ডিএনএ বিশ্লেষণ বা আণবিক গবেষণায় দেখা যায় যে এদের আদি পূর্বপুরুষরা হয়তো আরও আগে, প্রায় ২১ থেকে ২৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
আগে (ট্রায়াসিক যুগে) অন্য বীজধারী উদ্ভিদ থেকে আলাদা হতে শুরু করেছিল। তবে প্রকৃত ফুল ও ফলের বিস্তার ১৪ কোটি বছর আগে থেকেই দ্রুততর হয়।
এনজিয়োস্পার্মে থাকের উদ্ভিদ থেকে ইউডিকোটস
থাকের উদ্ভিদ আবির্ভূত হয়েছিল ১৩ থেকে ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে।