এনজিয়োস্পার্ম
angiosperm

জীববিজ্ঞানের
প্লান্টি রাজ্যের একটি থাক বিশেষ। এই থাকের উদ্ভিদ সাধারণভাবে সপুষ্পক নামে অভিহিত করা হয়। জীববিজ্ঞানে অনেক সময় একে ম্যাগ্নোলিয়োফাইটা (Magnoliophyta) নামে অভিহিত করা হয়

ক্রমবিবর্তন
৪৫ থেকে ৪২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এম্ব্রায়োফাইটা  থাক থেকে উদ্ভব হয়েছিল উদ্ভব হয়েছিল ট্রাকিওবায়োন্টা উপরাজ্যের উদ্ভিদ।  এই উপরাজ্য ৪২.৫ থেকে ৩৬ কোটি খ্রিষ্টপূর্ব্বাব্দের ভিতরে ৩টি ধাপে এই উপরাজ্যের বিকাশ ঘটে।

এনজিয়োস্পার্মের প্রথম নির্ভরযোগ্য জীবাশ্ম পাওয়া যায় আজ থেকে প্রায় ১৪ কোটি বছর আগে। যদিও জীবাশ্ম ১৪ কোটি  খ্রিষ্টপূর্বাব্দের পুরানো, আধুনিক ডিএনএ বিশ্লেষণ বা আণবিক গবেষণায় দেখা যায় যে এদের আদি পূর্বপুরুষরা হয়তো আরও আগে, প্রায় ২১ থেকে ২৪ কোটি  খ্রিষ্টপূর্বাব্দের আগে (ট্রায়াসিক যুগে) অন্য বীজধারী উদ্ভিদ থেকে আলাদা হতে শুরু করেছিল। তবে প্রকৃত ফুল ও ফলের বিস্তার ১৪ কোটি বছর আগে থেকেই দ্রুততর হয়। এনজিয়োস্পার্মে থাকের উদ্ভিদ থেকে  ইউডিকোটস থাকের উদ্ভিদ আবির্ভূত হয়েছিল ১৩ থেকে ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে।