জীববিজ্ঞানের
ভিরিডিপ্ল্যান্টে র
একটি থাক বিশেষ। ১৯৬৭
খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন জেফরে। গ্রিক (প্যাঁচানো) অর্থে এই নামটি গ্রহণ করা
হয়েছিল। ক্লোরোফাইটা, স্পিরোট্যানিয়া, ক্লোরোকাইফাইচ এবং মেসোস্টিগমাটোফাইচি
ছাড়া সকল সবুজ উদ্ভিদ এবং সবুজ শৈবালকে এই থাকের ভিতরে ধরা হয়েছে। এই থাকে
ক্লোরোফিল
এ এবং বি দুই গ্রুপে আছে।
১৫৫- ১১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
আর্কিপ্লাস্টিডা'র
আবরি্ভাব হয়েছিল
১০০-৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভুত
আর্কিপ্লাস্টিডা
থেকে উদ্ভব হয়েছিল ভিরিডিপ্ল্যান্টে /প্লান্টি।
৮৫-৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ভিরিডিপ্ল্যান্টে
বিভাজিত হয়ে সৃষ্টি হয়েছিল
ক্লোরোফাইটা
ও
স্ট্রেপ্টোফাইটা ।
অবশিষ্ট মূল থারায় থেকে গিয়েছিল। অবশিষ্ট অংশ
থেকে গিয়েছিল উন্নতর শৈবাল এবং স্থলজ উদ্ভিদের পূর্ব-পুরুষের ধারা হিসেবে
স্ট্রেপ্টোফাইটা।
৫১.৫-৪৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্ট্রেপ্টোফাইটাথেকে শৈবাল অংশ পৃথক হয়ে গিয়েছিল
এবং অবশিষ্ট অংশ থেকে স্থলজ উদ্বিদের বিকাশ ঘটেছিল। এই কারণে স্ট্রেপ্টোফাইটা-কে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। ভাগ দুটি হলো-