আফ্রিকান গয়ার
African Darter

এ্যান্‌হিঙ্গিহাইডি গোত্রের অন্তর্গত Anhinga গণের একটি প্রজাতি বিশেষ।
এরা বসবাস করে দক্ষিণ মধ্য তুরস্ক, ইরাকের নিম্ন ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর দক্ষিণাংশে বসবাস করে। সাধারণভাবে এদেরকে বলা হয় সাব-সাহারান এবং ইরাকের সর্পপক্ষী  
(
snakebird)।


গয়ারের এই প্রজাতিটি
আমেরিকান গয়ার এবং ভারতীয় গয়ার মতোই। তবে এদের আকার একটু ছোটো। এদের দৈর্ঘ্য প্রায় ৮০ সেন্টিমিটার। এদের রয়েছে সর্পিল ভাঁজ যুক্ত দীর্ঘ গলা। এরা গলার অংশটুকু বাইরে রেখে জলে সাঁতার কাটে। ফলে এই সময় মনে হয় যেন, কোনো সাপ জলে সাঁতার কাটছে। এদের পালক ও দেহ জলরোধী নয়। তাই একবার জলে নামলে এদের পাখা ভিজে গিয়ে দেহের সাথে আটকে থাকে। তাই জল থেকে ওঠার পর এরা উড়তে  পারে না। তাই জল থেকে ওঠার পর এরা ডাঙায় উঠে এসে পাখা ছাড়ি দিয়ে শুকিয়ে নেয়।

এরা কাঠি দিয়ে বাসা গাছে তৈরি করে। স্ত্রী গয়ার ৩-৬টি ডিম পাড়ে।


পুরুষ গয়ারের দেহ চকচকে কালো পালকে আবৃত। পিঠের দিকে সাদার আঁচর র‍য়েছে। স্ত্রী গ্য়ারের রঙ ধূসর।

১৯৯০ খ্রিষ্টাব্দের দিকে অনুষ্ঠিত উপসাগরীয় যুদ্ধে বহু আফ্রিকান গয়ার মারা যায়।


সূত্র :

  • পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।

  • http://en.wikipedia.org/wiki