চড়াই
পাস্সের গণের চড়াই


পাস্সেরিডায়ি গোত্রে অন্তর্গত প্রজাতিগুলোকে সাধারণভাবে প্রাচীন পৃথিবীর চড়াই বলা হয়। এই গোত্রের পাস্সের (Passer)
গণের চড়াইগুলোকে প্রকৃত চড়াই বলা হয়

এই
এরা আকারে ছোট এবং অত্যন্ত চঞ্চল। সারা পৃথিবী জুড়ে বহু রকমের চড়াই আছে। দেশের বিচারে বা বসবাসের প্রকৃতি অনুসারে চড়াইকে বিভিন্ন নামে ডাকা হয়। সাধারণত চড়াইয়ের রঙ বাদামি-ধূসর হয়ে থাকে। প্রজাতিভেদে কিছু রঙের হেরফের লক্ষ্য করা যায়। এদের লেজ খাটো।

প্রজাতিভেদে এদের দৈর্ঘ্য ১১ থেকে ১৮ সেন্টিমিটার হয়ে থাকে।  ওজনের বিচারের একই ভাবে হেরফের দেখা যায়। প্রজাতিভেদে এদের ওজন ১৩.৪ গ্রাম থেকে ৪২ গ্রাম পর্যন্ত হতে পারে। আকারে বা ওজনে ছোটো-বড় হলেও এদের দৈহিক গড়নশৈলী একই রকম। সকল প্রজাতিই চিঢ়িক্ চিঢ়িক্ শব্দে ডাকে। কখনো কখনো অনেক চড়াই একসাথে দেখা গেলেও এরা কোনো দলের অন্তর্গত হয়ে বসবাস করে না। এদের প্রধান খাদ্য শস্য, ফুলের কুড়ি, বাদাম জাতীয় ফল ইত্যাদি আহার করে।

Passer domesticus বাংলাদেশের চড়াই

বাংলাদেশের চড়াইয়ের স্ত্রী পাখির গায়ের রঙ ধূসর এবং পিঠের দিকের রঙ অপেক্ষাকৃত গাঢ়। পুরুষ পাখির ডানা বাদামি। গাল সাদাটে হয় এবং ঠোঁটের নিচের দিক কালো বর্ণের হয়। এদের দৈর্ঘ্য হয়ে থাকে প্রায় ১৬ সেন্টিমিটার। ওজন হব প্রায় ৪০ গ্রাম। এরা চিঢ়িক্ চিঢ়িক্ শব্দে ডাকে। এরা জোড়া ধরে বা একাকী বিচরণ করে। এরা শস্য, ফুলের কুড়ি, বাদাম ইত্যাদি আহার করে। এরা বাড়ির ফাঁক ফোকরে খরকুটা দিয়ে বাসা বানায়। স্ত্রী পাখি ৩টি থেকে ৫টি ডিম প্রসব করে।

নিচে পাস্সের গণের চড়াইয়ের বিভিন্ন প্রজাতির তালিকা দেওয়া হলো।

  • Passer hemileucus । আব্দ আল- কুরি চড়াই (Abd al-Kuri Sparrow)
  • Passer iagoensis । আয়াগো চড়াই (Iago Sparrow)
  • Passer euchlorusআরবীয় সোনালী চড়াই (Arabian Golden Sparrow)
  • Passer montanus ইউরেশিয়ান বৃক্ষ চড়াই (Eurasian Tree Sparrow)
  • Passer italiae তালিয়ান চড়াই  (Italian Sparrow)
  • Passer griseus উত্তরাঞ্চলীয় ধূসর-মুণ্ডু চড়াই (Northern Grey-headed Sparrow)
  • Passer rufocinctus কেনিয়া চড়াই (Kenya Sparrow):
    Passer melanurus কেপ চড়াই (Cape Sparrow)
  • Passer cordofanicus কোর্ডোফান চড়াই (Kordofan Sparrow)
  • Passer domesticus গৃহ চড়াই (House Sparrow)
  • Passer eminibey চেষ্টনাট চড়াই (Chestnut Sparrow)
  • Passer gongonensis টিয়া-ঠোঁট চড়াই (Parrot-billed Sparrow)
  • Passer diffusus দক্ষিণাঞ্চলীয় ধূসর-মুণ্ড চড়াই (Southern Grey-headed Sparrow)
  • Passer flaveolus প্লেন-ব্যাকেট চড়াই (Plain-backed Sparrow)
  • Passer motitensis বড় চড়াই (Great Sparrow)
  • Passer simplex মরু চড়াই (Desert Sparrow)
  • Passer moabiticus মৃত সাগরের চড়াই (Dead Sea Sparrow)
  • Passer rutilans রুসেট চড়াই (Russet Sparrow)
  • Passer shelleyi শেলি চড়াই (Shelley's Sparrow
  • Passer ammodendri সাক্সাউল চড়াই (Saxaul Sparrow)
  • Passer pyrrhonotus সিন্দ চড়াই (Sind Sparrow)
  • Passer luteus সুদানি সোনালী চড়াই (Sudan Golden Sparrow)
  • Passer insularis সোকোত্রা চড়াই (Socotra Sparrow
  • Passer castanopterus সোমালি চড়াই (Somali Sparrow)
  • Passer swainsonii সোয়াইনসোন'স চড়াই (Swainson's Sparrow)
    সোয়াহিলি  চড়াই (Swahili Sparrow): Passer suahelicus
  • Passer hispaniolensis স্প্যানিশ চড়াই (Spanish Sparrow)