গোবক
Cattle Egret

আর্ডেইডায়ি গোত্রের একটি বক জাতীয় পাখি।  এশিয়া, ইউরোপ ও আফ্রিকার আদি পাখি। ভারতবর্ষ, মায়ানমার, আফ্রিকার মধ্য ও দক্ষিণাংশ এবং দক্ষিণ আমেরিকার উত্তরাংশে এই বক দেখা যায়। এরা সাধারণত গবাদি পশু বা তৃণভোজীদের বিচরণ ক্ষেত্রে বেশিরভাগ সময় কাটায়।

এদের রঙ সাদা। তবে এদের ঠোঁট ও পায়ের রং হলুদ। এদের দৈর্ঘ্য ১৮-২২ সেন্টিমিটার এবং ওজন হয় প্রায় ৫০০ গ্রাম। এরা মূলত একাকী থাকলেও, অনেক সময় খাদ্যের খোঁজে দল বেঁধে শিকার খোঁজে। জলাশয়ে এরূপ দলবদ্ধভাবে মাছ, ব্যাঙ ইত্যাদি শিকার করে। এরা পশুচারণের সময় যে সকল কীটপতঙ্গ বের হয়, সেগুলো খায়। এছাড়া বৃহৎ তৃণভোজীদের শরীরের পোকা আহার করে।

প্রজনন ঋতুতে এর উঁচু গাছে বাসা তৈরি করে। এপ্রিল থেকে অক্টোবর মাসে এরা বাসা বাঁধে। এক সাথে স্ত্রীপাখি ৩-৪টি ডিম দেয়। প্রায় ২৩ দিন ডিমে তা দেওয়ার পর, ডিম ফুটে বাচ্চা বের হয়।


সূত্র :