শ্রীকৃষ্ণকীর্তন
জন্মখণ্ড তাম্বুলখণ্ড দানখণ্ড নৌকাখণ্ড ভারখণ্ড ছত্রখণ্ড বৃন্দাবনখণ্ড কালিয়দমনখণ্ড যমুনাখণ্ড বাণখণ্ড বংশীখণ্ড রাধাবিরহ খণ্ড  


কালিয়দমন খণ্ড
(যমুনা খণ্ডের অন্তর্গত) 
    
    (১)
মালবরাগঃ
রূপকংদণ্ডকঃ

গোপীগণমন তোষিল দেব চক্রপাণী
মথুরা নগর যাইতেঁ দিলান্ত মেলানী
তখন গুণিল কিছু মণে দামোদর

বিলাস করিলোঁ মোঞঁ বনের ভিতর
জলকেলি করিবারেঁ কাহ্ন কৈল মন

খাণিএক শুণিল হৃদয়ে জনার্দ্দন
বৃন্দাবন মাঝেঁ যমুনা নদী বহে

তাহাত গম্ভীর আছএ কালীদহে
কালীর নাম নাগ তাহাত বসে

জলে মাছ কুলে গাছ মৈল তার বিষে
কোহ্নো জন্তু তাত না করএ জল পান

তাহাত আধিক নাহিঁ বিজন থান
কালী দলিআঁ জল করিআঁ নির্ম্মল

তাহাত করিবোঁ জলকেলি সকল
হেন মনে চিন্তি গেলা দেব দামোদর

কালীয়দহের কূল কদমের তল
কদম্বতরুত চড়ী দহে দিল ঝাঁপ

দেখি রাখোআল ডরেঁ উঠি গেল কাঁপ
কোপিল কালীয় লাগ লআঁ পরিবারে

দশনে দংশিল সব কাহ্নের শরীরে ১০
তিলেঁ তিলেঁ নাগকুলেঁ দংশিল কাহ্নাঞিঁ

হাথ পাঅ গল জড়ী রাখিল তথাঞিঁ ১১
তখন বিষের জালে দগধ পরাণ

আচেতন হয়িআঁ রহিলা দেব কাহ্ন ১২
হেনই সম্ভেদে সব গোপযুবতী

বৃন্দাবন দিআঁ মথুরাক কৈল গতী ১৩
বিকল দেখিআঁ তথাঁ রাখোআলগণে

পুছিল তোহ্মারা কেহ্নে তরাসিল মণে ১৪
সব গোপ রাখোআল গোপীগণ থানে

বুইল কালীদহে ঝাঁপ দিল দেব কাহ্নে ১৫
এহা সুণী সব গোপী পাইল তরাসে

বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ১৬ 

                 (২)

     ভাঠিআলীরাগঃ রূপকং

জাহাত লাগিআঁ নিজ পতি না চাহীল
লোক ধরম ভয় কিছু না মানিল
হেন কাহ্ন মৈলা কালীদহে ঝাঁপ দিআঁ
গোপযুবতী সব অনাথ করিআঁ
হৃদয়ত ঘাঅ দিআ রাধা গোআলিনী

করএ করুণা বিনায়িআঁ চক্রপাণী ধ্রু
কভোঁ না লঙ্ঘিব আর তোহ্মার বচন

উঠ উঠ জলে হৈতেঁ নান্দের নন্দন
কি করিব ধন জন জীবন ঘরে
কাহ্ন তোহ্মা বিণি সব নিফল মোরে
হা হা নিদয় বিধি কেহ্নে হেন কৈল

কোঁয়ল কাহ্নাঞিঁ কেহ্নে বিষজালেঁ মায়িল
দেখিতেঁ রাপায়িল সব গোপীর পরাণে
ত্রিভুবনে সুন্দর নাগর বর কাহ্নে
রাধা এক রাখোআল পাঠাআঁ সত্বরে

বারতা জাণায়িল নন্দ যশোদার ঘরে
সুণিআঁ নন্দ যশোদা ভৈলা আচেতন
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ  

             (৩)

    দেশাগরাগঃ লঘুশেখরঃ

সকল গোআলকুল লআঁ ততিখনে
নন্দ যশোদা ধায়িআঁ আইল সেই থানে
দেখিল কালীদহে পসিলা নারায়ণ
নান্দ যশোদা মিলি জুড়িল কান্দন
কেহ্নে হেন কৈলেঁ কাহ্নাঞিঁ মোর আদিবসে

তোহ্মে লাগি ভৈল আজি শুন দশ দিশে ধ্রু
লোটাআঁ লোটাআঁ দুঈহো কান্দে একবারে

কেহ্নে শুন কৈলেঁ মোর সকল সংসারে
খাণিএক ঊঠ দেখোঁ পুতা তোর মুখ
আহ্মা দুখ দিআঁ পুতা কত পাইবেঁ সুখ
সকল গোআল কান্দে মাথে দিআঁ হাথে

কেহ্নে আহ্মা মারি যাহা দেব জগন্নথে
ঊঠিআঁ বোলহ কে বা কৈল কোণ দোষে
দহত পসিলা কাহ্নাঞিঁ কাহার রোষে
বলভদ্র খাণিএক গুণিলান্ত মণে

মোহো পায়িল কাহ্নাঞিঁ বিসরী আপণে
পুরূব জাণায়িআঁ আহ্মে করায়িঊ চেতন
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ

             (৪)

    ধানুষীরাগঃ রূপকং

উঠিলা সত্বরে নারায়ণ
বাহু ফাল করিআঁ তখন
যেন তৃন যাএ চণ্ড বাতে
নাগবন্ধ গেলা তেহ্নমতেঁ
কালীয় দলিল দামোদর
আল
যমুনাজলের ভিতর ল কাহাঞিঁ ধ্রু
চঢ়িলা কালীয়নাগশীরে

গরুড়বাহন মাহাবীরে
আতি ভরেঁ বদনে তাহার
বাহিরাএ শোণিতের ধার
কালীয় নাগের মাহাফনে

দামোদর জুড়িল নাচনে
এক এক চরণের ঘাএ
কালীয় নাগের প্রাণ জাএ
সামীর মরণকাল জাণী

তার নেহে বিকলি সাপিনী
ভকতীএঁ কাহাঞিঁর পাএ
তুতী কৈল চণ্ডীদাস গাএ

               (৫)

রামগিরীরাগঃ আঠতালা

সদয় হৃদয় হআঁ বুইল দামোদরে
সাঁকাল চল তোহ্মে দক্ষিণ সাগরে
তথাঁ সুখে থাক গিআঁ আহ্মার বচনে
যমুনার বাস তেজি নির্ভয় মণে
এহে

আণেক কাকুতী কৈল কালীর নাগিনী
সুণিআঁ কৃষ্ণের হের দয়াযুত বাণী ধ্রু
কৃষ্ণের আদেশ শুণী কালীয় নাগে

প্রণাম করিআঁ বুইল কাহ্নাঞিঁর আগে
সাগরে রহিতেঁ আজ্ঞা ভৈল মোর ভাগে
তথাঁ গরুড়ের ভয় মোক বড় লাগে
হেন সুণী কৃষ্ণ বুইল তোহ্মার মাথাতে

কালীয় রহিব চিহ্ন মোর পদঘাতে
এহা দেখি গরুড় না খায়িব তোহ্মারে
সকল সময় সুখেঁ বসহ সাগরে
কাহ্নের আদেশ হেন পাআঁ নাগ কালী

সাগরক গেলা সব পরিজনে মেলী
জলে হৈতেঁ হরিষেঁ ঊঠিলা জনার্দ্দন
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ