রেকর্ডে প্রকাশিত নজরুল সঙ্গীত

১৯০৭ খ্রিষ্টাব্দে কলকাতার বেলেঘাটায় ভারতে গ্রামোফোন কোম্পানি প্রথম ডিস্ক রেকর্ড তৈরির কারখানা স্থাপন করে। ভারতে রেকর্ডে-ব্যবসার অপার সম্ভাবনা দেখে, দেশী-বিদেশী অনেক কোম্পানি এই ব্যবসায় অর্থ লগ্নি করেছিল। এই সূত্রে আত্মপ্রকাশ করেছিল 'ডোয়ার্কিন এন্ড সন' রেকর্ড, বীণাপাণি রেকর্ড, রয়াল রেকর্ড, শাহানশাহ্ রেকর্ড, মেগাফোন রেকর্ড, পাইওনিয়ার রেকর্ড, সেনোলা রেকর্ড, হিন্দুস্থান রেকর্ড। আর বিদেশী কোম্পানির ভিতরে ছিল কলাম্বিয়া রেকর্ড, নিকোল, বেকা, ওডিয়ন ইত্যাদি রেকর্ড কোম্পানি।

রেকর্ডে কোম্পানি ভিত্তিক গানের তালিকা