বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আজি নন্দদুলালের সাথে ঐ খেলে ব্রজনারী হোরি

আজি নন্দদুলালের সাথে
            ঐ খেলে ব্রজনারী হোরি।
কুঙ্কুম-আবির হাতে
            দেখ, খেলে শ্যামল খেলে গোরী॥
থালে রাঙা ফাগ,
নয়নে রাঙা রাগ,
ঝরিছে রাঙা সোহাগ
            রাঙা পিচ্‌কারি ভরি॥
পলাশ শিমুলে ডালিম ফুলে
            রঙনে অশোকে মরি মরি।
ফাগ-আবির ঝরে তরুলতা চরাচরে,
            খেলে কিশোর কিশোরী॥