বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: তুমি হাতখানি যবে রাখ মোর হাতের পরে

                 তাল: কাহার্‌বা
তুমি     হাতখানি যবে রাখ মোর হাতের পরে
মোর     কণ্ঠ হ'তে সুরের গঙ্গা ঝরে॥
তব      কাজল-আঁখির ঘন পল্লব তলে
          বিরহ মলিন ছায়া মোর যবে দোলে
তব      নীলাম্বরীর ছোঁয়া লাগে যেন সেদিন নীলাম্বরে॥
          যেদিন তোমারে পাই না কাছে গো পরশন নাহি পাই,
          মনে হয় যেন বিশ্ব ভুবনে কেহ নাই, কিছু নাই।
          অভিমানে কাঁদে বক্ষে সেদিন বীণ
          আকাশ সেদিন হয়ে যায় বাণী হীন
যেন     রাধা নাই, আর বৃন্দাবনে গো সব সাধ গেছে ম'রে॥