বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: রাত্রি-শেষের যাত্রী আমি যাই চ’লে
রাগ: মালকৌশ মিশ্র, তাল: দাদরা
রাত্রি-শেষের যাত্রী আমি যাই চ’লে যাই একা।
শুকতারাতে রইল আমার চোখের জলের লেখা॥
ফোটার আগে ঝরে যে ফুল
সঙ্গী আমার সেই সে-মুকুল,
ছায়াপথে জাগে আমার বিদায় পথ-রেখা॥
অনেক ছিল আশা আমার অনেক ছিল সাধ,
ব্যর্থ হ’ল না পেয়ে কা’র আঁখির পরসাদ।
দীপ নেভানো শূন্য ঘরে
এসো না আর খুঁজতে মোরে,
তারার দেশে চন্দ্রলোকে হবে আবার দেখা॥