দ্রুমিল
বানান্ বিশ্লেষণ: দ্+র্+উ+ম্+ই+ল্+অ
উচ্চারণ:
d̪ru.mil (দ্রুমিল)
শব্দ-উৎস: সংস্কৃত দ্রুমিল> বাংলা দ্রুমিল
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ক্ষত্রিয় | হিন্দু পৌরাণিক মানব | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: হিন্দু পৌরাণিক চরিত্র। তিনি ছিলেন কংসের পিতা। হরিবংশে লিখিত আছে যে, একদিন উগ্রসেনের স্ত্রী ঋতুস্নান করে বাড়ি ফিরছিলেন। পথে সৗভপতি দ্রুমিল তাঁকে দেখে অত্যন্ত কামাতুর হয়ে পড়েন। দ্রুমিল কৌশলে এই নারীর প্রকৃত পরিচয় অর্থাৎ উগ্রসেনের স্ত্রী জেনে নিলেন। এরপর ইনি উগ্রসেনের রূপ ধারণ করে- এই নারীর সাথে সঙ্গম করেন। সক্ষ্ম শষে উগ্রসেনের স্ত্রীর সন্দেহ হওয়াতে কংস ত্বং' উচ্চারণ করে দ্রুমিলের পরিচয় জানতে চাইলেন। দ্রুমিল তাঁর প্রকৃত পরিচয় জানালে- উগ্রসেনের স্ত্রী তাঁকে তীব্র তিরস্কার করেন। দ্রুমিল তখন তাঁকে বললেন যে, অনেক স্ত্রীলোকই এরূপ ব্যাভিচার করে-দেবসদৃশ সন্তান উত্পাদন করে থাকে এবং তা ঘারতর অপরাধ নয়। সুতরাং তিনিও এমন কোন অন্যায় করেন নি। এরপর দ্রুমিল জানালেন যে, তাঁকে কংস ত্বং' বলায়- কংস নামে তাঁর একটি পুত্রসন্তান জন্মাবে।