বিডি +১৭° ৩২৪৮
BD +17° 3248
মহাবিশ্বের প্রাচীনতম
নক্ষত্রের একটি।
আনুমানিক ১৩৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
বিগব্যাং সংঘটিত হওয়ার ১৫ কোটি বছর পর, সৃষ্টি হয়েছিল
আণবিক মেঘ ।
এই
এই মেঘ সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কিছু নক্ষত্র তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা মোটা দাগে
একে ১৩৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের নক্ষত্র হিসেবে উল্লেখ করলেও- সাধারণভাবে এর
জন্মকাল ১৩৮০-১৩৬৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সৃষ্ট নক্ষত্র হিসেবে বিবেচনা করা
যেতে পারে।
এই নক্ষত্রের মধ্যে লোহা সহ অন্যান্য ভারী মৌলের পরিমাণ সূর্যের তুলনায় লক্ষ লক্ষ গুণ কম। এই স্বল্প ধাতবতা প্রমাণ করে যে নক্ষত্রটি মহাবিশ্বের খুব প্রথম দিকে গঠিত হয়েছিল, যখন ভারী মৌলগুলি খুব কম পরিমাণে সৃষ্টি হয়েছিল।
বর্তমানে এই নক্ষত্রটি
হেরাক্লেজ নক্ষত্রমণ্ডলে
দেখা যায়। এটি
KIIvw শ্রেণির
নক্ষত্র।
সৌরজগৎ
থেকে এই নক্ষত্রের দূরত্ব প্রায় ৯৬৮ আলোকবর্ষ। এই
গ্যালাক্সির চারপাশে ঘিরে থাকা হ্যালো অঞ্চলে অবস্থিত। ধারণা করা হয়, আদি
যুগের নক্ষত্র হওয়ার কারণে এই নক্ষত্রে ধাতুর পরিমাণ বেশ কম। সম্ভবত সূর্যের
সমান বা তার চেয়ে কিছুটা কম। এই নক্ষত্রটি প্রতি ঘণ্টায় ১৪৬.৬ কিলোমিটার বেগে
পৃথিবীর দিকে আসছে। সূর্যের চেয়ে এর নিজ অক্ষের উপর এর ঘূর্ণন গতি সামান্য কম
বা বেশী। উল্লেখ্য সূর্যের নিরক্ষীয় ঘূর্ণগতি ২ কিলোমিটার/সেকেণ্ড।
নক্ষত্রটির তাপমাত্রা
৫২০০ কেলভিন।