এই
নক্ষত্রমণ্ডলের
রয়েছে
M13 Globular Cluster।
এই নক্ষত্রমণ্ডল জুড়ে রয়েছে প্রাচীন হ্যালো বলয়। এই বলয়ে রয়েছে মহাবিশ্বের
প্রাচীনতম নক্ষত্র BD +17° 3248
। এটি
KIIvw শ্রেণির
নক্ষত্র। ধারণা
করা হয় বিগব্যাং সংঘটিত হওয়ার পরে ১৩৭৯ কোটি
বৎসরের দিকে এই
নক্ষত্ররের জন্ম
হয়েছিল। সৌরজগৎ
থেকে এই নক্ষত্রের দূরত্ব প্রায় ৯৬৮ আলোকবর্ষ দূরে হারকিউলিস
নক্ষত্রমণ্ডল
অবস্থিত। মূলত এই
গ্যালাক্সির চারপাশে ঘিরে থাকা হ্যালো অঞ্চলে অবস্থিত। ধারণা করা হয়, আদি
যুগের নক্ষত্র হওয়ার কারণে এই নক্ষত্রে ধাতুর পরিমাণ বেশ কম। সম্ভবত সূর্যের
সমান বা তার চেয়ে কিছুটা কম। এই নক্ষত্রটি প্রতি ঘণ্টায় ১৪৬.৬ কিলোমিটার বেগে
পৃথিবীর দিকে আসছে। সূর্যের চেয়ে এর নিজ অক্ষের উপর এর ঘূর্ণন গতি সামান্য কম
বা বেশী। উল্লেখ্য সূর্যের নিরক্ষীয় ঘূর্ণগতি ২ কিলোমিটার/সেকেণ্ড।এর তাপমাত্রা
৫২০০ কেলভিন।
সূত্র :