পূবের হাওয়া
কাজী নজরুল ইসলামের রচিত সপ্তম কাব্যগ্রন্থ। প্রথম প্রকাশকাল আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ (অক্টোবর ১৯২৫)। প্রকাশক মজিবল হক, বি,কম্, ভোলা বরিশাল। প্রিন্টার্স: মজিবল হক, বি,কম্। ওরিয়েন্টাল প্রিন্টার্স লিমিটেড, ২৬/৯/১এ, হ্যারিসন রোড, কলিকাতা।  পৃষ্ঠা: ৮+৫০। দাম পাঁচ সিকা

প্রথম সংস্করণের মোট ৩৭টি কবিতা ও গান অন্তর্ভুক্ত হয়েছিল। এর ভিতরে ২৫টি কবিতা ও গান ছায়ানট কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত আগেই প্রকাশিত হয়েছিল।  এগুলো হলো-
  1. অনাদৃতা (অবেলায়: ছায়ানটের শিরোনাম)
  2. অভিমানিনী (অনাদৃতা: ছায়ানটের শিরোনাম)
  3. গৃহহারা (বেদনা-অভিমান: ছায়ানটের শিরোনাম)
  4. দহন-মালা
  5. দুপুর অভিসার
  6. দূরের পথিক (বিদায়-বেলায়: ছায়ানটের শিরোনাম)
  7. নিরুদ্দেশের যাত্রী
  8. নিশীথ-প্রীতম্
  9. পথিক-শিশু (চিরশিশু: ছায়ানটের শিরোনাম)
  10. পথিক-বধূ (বিধুরা পথিক-প্রিয়া: ছায়ানটের শিরোনাম)
  11. পুলক (নীল-পরী: ছায়ানটের শিরোনাম)
  12. প্রণয়-হুল (ছল-কুমারী: ছায়ানটের শিরোনাম)
  13. বরষায় (বাদল-দিনে: ছায়ানটের শিরোনাম)
  14. বাঁশি বাজিল (কার বাঁশি বাজিল: ছায়ানটের শিরোনাম)
  15. বিজয়িনী
  16. বিদায়-বাঁশী (অরুণ পিয়া: ছায়ানটের শিরোনাম)
  17. বেদন-হারা (প্রতিবেশিনী: ছায়ানটের শিরোনাম)
  18. বেদনা মানিক (বেদনা-মণি: ছায়ানটের শিরোনাম)
  19. মরমী (মরমী: ছায়ানটের শিরোনাম)]
  20. রেশমী-ডোর (হার-মানা-হার: ছায়ানটের শিরোনাম)
  21. শেষের ডাক (শেষের গানি: ছায়ানটের শিরোনাম)
  22. শেষের প্রিতম্ (মনের মানুষ: ছায়ানটের শিরোনাম)
  23. স্নেহতুরা (হারা-মণি: ছায়ানটের শিরোনাম)
  24. স্নেহ-পরশ (পরশ-পূজা: ছায়ানটের শিরোনাম)
  25. স্নেহ-ঋণী (স্নেহ-ভীতু : ছায়ানটের শিরোনাম)
এই গ্রন্থে অন্তর্ভুক্ত ১২টি কবিতা ও গান ছিল নূতন
  1. স্মরণে। [গান] আজ নতুন ক'রে পড়লো মনে [তথ্য]
    প্রথম প্রকাশ: বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা । শ্রাব্ণ ১৩২৭ বঙ্গাব্দ (জুলাই-আগষ্ট ১৯২০ খ্রিষ্টাব্দ)। শিরোনাম গান]
  2. বাদল-প্রাতের শরাব। গান] বাদল-কালো স্নিগ্ধা আমার [তথ্য]
    প্রথম প্রকাশ: মোসলেম ভারত [আষাঢ় ১৩২৭ বঙ্গাব্দ (জুন-জুলাই ১৯২০)]
  3. মানিনী [কবিতা]
    প্রথম প্রকাশ:বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা' ১৩২৭ (৩য় বর্ষ ১ম সংখ্যা) সংখ্যা। 
  4. আশা [গান] মহান তুমি প্রিয়  [তথ্য]
    প্রথম প্রকাশ: সওগাত । পৌষ ১৩২৭ (ডিসেম্বর ১৯২০-জানুয়ারি ১৯২১)। শিরোনাম: কলঙ্কী প্রিয় (বাউলের সুর)
  5. হোলি [গান] আয় ওলো সই, খেলব খেলা  ‌[তথ্য]

  6. পূবের হাওয়া-তে প্রথম প্রকাশিত হয়েছিল
  7. বে-শরম: আরে আরে সখি বার বার  [তথ্য]
    পূবের হাওয়া-তে প্রথম প্রকাশিত হয়েছিল
  8. সোহাগ: গুলশান কো চুম চুম কহ্‌তি বুলবুল [তথ্য]
    পূবের হাওয়া-তে প্রথম প্রকাশিত হয়েছিল
  9. শরাবন তহুরা: নার্গিস বাগ মে বাহার কি আগ্‌মে [তথ্য]
  10. বিরহ-বিধূরা: কার তরে? ছাই এ পোড়ামুখ আয়নাতে আর দেখব না
  11. প্রণয়-নিবেদন: লো কিশোরী কুমারী!
  12. ফুলি-কুঁড়ি: আর পারিনে সাধতে লো সই এক ফোঁটা এই ছুঁড়িকে।
  13. অবসর: লক্ষ্মী আমার! তোমার পথে আজকে অভিসার