বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি
               তাল : দাদরা ।   
আমি      সুন্দর নহি জানি হে বন্ধু জানি
তুমি       সুন্দর, তব গান গেয়ে নিজেরে ধন্য মানি॥                           
                    আসিয়াছি সুন্দর ধরণীতে
                     সুন্দর যারা তাদেরে দেখিতে
               রূপ-সুন্দর দেবতার পায় অঞ্জলি দেই বাণী॥           
রূপের তীর্থে তীর্থ-পথিক যুগে যুগে আমি আসি'
ওগো সুন্দর বাজাইয়া যাই তোমার নামের বাঁশি ।                  
                পরিয়া তোমার রূপ-অঞ্জন
                     ভুলেছে নয়ন রাঙিয়াছে মন
           উছলি' উঠুক মোর সঙ্গীতে সেই আনন্দখানি॥