বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন

আমার   কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।
(তার)     রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন॥
                        কালো মায়ের আঁধার কোলে
                        শিশু রবি শশী দোলে
(মায়ের)  একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল-গগন॥
            পাগলী মেয়ে এলোকেশী নিশীথিনীর দুলিয়ে কেশ
            নেচে বেড়ায় দিনের চিতায় লীলার রে তার নাই কো শেষ।
                        সিন্ধুতে মা’র বিন্দুখানিক
                        ঠিক্‌রে পড়ে রূপের মানিক
            বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিগ্‌-বসন॥