তাল
বানান বিশ্লেষণ: ত্+আ+ল+অ।
উচ্চারণ:
t̪al (তাল্)
শব্দ-উৎস: সংস্কৃত তালঃ> বাংলা তাল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: তল {√ তল্(প্রতিষ্ঠা) +অ (ঘঞ্), অধিকরণবাচ্য}+ অ (অণ্)
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {তাল  |ছন্দ | দোলা | সাঙ্গীতিক সময় | সময় | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: সম-সময়ে আবর্তিত সম-প্রকৃতির ছন্দের প্রবাহকে সঙ্গীতশাস্ত্রে তাল বলা হয়।
                [বিস্তারিত: তাল (সঙ্গীততত্ত্ব)]

২. ঊর্ধ্বক্রমবাচকতা {বৃক্ষ | কাষ্ঠ-উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ:
Borassus গণের অন্তর্গত বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম- Borassus flabellifer এর ফলের নাম তাল।
            [দেখুন: তাল (উদ্ভিদ)]

.  ঊর্ধ্বক্রমবাচকতা {ধাক্কা |  সম্মুখ-চালনপ্রচেষ্টা নিষ্পাদন | ক্রিয়া | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: কোনো কিছুর ধাক্কা বা ধকল
উদাহরণ: তাল সামলানো
ইংরেজি: a
push or impact, pressure

৪.
ঊর্ধ্বক্রমবাচকতা { | রৈখিক পরিমাপ একক | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: অর্ধ হস্ত পরিমাপ
সমার্থক শব্দাবলি:
অর্ধ-হাত, তাল, এক বিঘত।

৫.
ঊর্ধ্বক্রমবাচকতা {মন্দ-আত্মা | আত্মা | অতিপ্রাকৃতিক সত্তা  | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: এক প্রকার পিশাচ। বেতাল পঞ্চবিংশতি উপাখ্যানে রাজ বিক্রমাদিত্যের দুই পিশাচ অনুচরের নাম ছিল তাল ও বেতাল।
ইংরেজি:
goblin, hob, hobgoblin

৪. অর্থ: কাণ্ডজ্ঞান।
উদাহরণ: তালকানা (কাণ্ডজ্ঞানহীন)। তারিনী তালকানা, কাল কারখানায় গিয়ে, তার শালখানা হারিয়েছে।

যুক্তপদ:

পদগুচ্ছ:

শব্দগুচ্ছ:


সূত্র :