থাকে যা ভ্রূণের পুষ্টি যোগায়।
শারীরবৃত্তীয় ও রাসায়নিক বৈশিষ্ট্য
- ইরিডয়েড যৌগ: সুপারঅ্যাস্টেরিডস গোষ্ঠীর উদ্ভিদে প্রায়ই বিশেষ ধরনের রাসায়নিক যৌগ 'ইরিডয়েড' পাওয়া যায়, যা উদ্ভিদের আত্মরক্ষায় সাহায্য করে।
- ট্যানিনের অভাব: সুপাররোসিডস-এর তুলনায় এদের মধ্যে ট্যানিন জাতীয় উপাদানের উপস্থিতি কম থাকে।
ক্রমবিবর্তন
১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্পের্ম্যাটোফাইট
থাক থেকে উৎপন্ন হয়েছিল
এন্জিয়োসফার্ম থাক
তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল
ইউডিকোটস থাকের উদ্ভিদ।
১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ইউডিকোটস থাক থেকে উদ্ভব
হয়েছিল কোর- ইউডিকোটস
উদ্ভিদ এবং এই থাক থেকে উৎপন্ন হয়েছিল ৩টি পৃথক থাক।
এগুলো হলো-
-
বাসাল ইউডিকোটসটসসটস:
আবির্ভাবকাল ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এটি হলো
ইউডিকোটস-এর মূল ধারা।
- সুপার ইউডিকোটস: আবির্ভাবকাল ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
- কোর- ইউডিকোটস।
আবির্ভাব কাল ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ১১.৫-৯.৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দে ভিতরে এই থাক থেকে উৎপন্ন হয়েছিল-
দুটি থাক। এগুলো হলো-
খ্রিষ্টপূর্ব ১ ১ থেকে ৯.৫ কোটি
অব্দের ভিতরে সুপারঅ্যাস্টেরিডস থাকটি থেকে উৎপন্ন হয়- চারটি বর্গের উদ্ভিদ।
এগুলো হলো-
- ১. বেরবেরিডোপ্সিডালেস : আনুমানিক
খ্রিষ্টপূর্ব ১১ কোটি থেকে ১০.৫ কোটি
অব্দের ভিতরে এই বর্গের উদ্ভিদের আবির্ভাব হয়েছিল। ।
মূলত এটি সুপারঅ্যাস্টেরিডসের একটি আদি এবং ছোট শাখা। এদের কে আদি ইউডিকোটস এবং আধুনিক অ্যাস্টেরিডসের মধ্যবর্তী একটি যোগসূত্র হিসেবে বিবেচনা করা হয়।
২. সান্টালালেস : আনুমানিক
খ্রিষ্টপূর্ব ১১.৫ কোটি থেকে ১১ কোটি
অব্দের ভিতরে সুপারঅ্যাস্টেরিডস ের
মূল ধারা থেকে পৃথক হয়ে গিয়েছিল। এরা মূলত পরজীবী বা
আংশিক পরজীবী উদ্ভিদের জন্য পরিচিত।
৩. ক্যারিয়োফাইল্লালেস : আনুমানিক
খ্রিষ্টপূর্ব ১১ কোটি থেকে ১০
কোটি অব্দের ভিতরে এই বর্গের
উদ্ভব হয়। এই সময়ের মধ্যেই ক্যাকটাস, বিট বা লালশাকের আদি পূর্বপুরুষরা তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য (যেমন বিশেষ ধরনের রাসায়নিক রঞ্জক বা পিগমেন্ট) অর্জন করতে শুরু করে।
৪. অ্যাস্টেরিডস : আনুমানিক
খ্রিষ্টপূর্ব ১০.৫ কোটি থেকে ৯.৫
অব্দের ভিতরে এই বর্গের উদ্ভব হয়। এটি
সুপারঅ্যাস্টেরিডসের সবচেয়ে বড় এবং বিবর্তিত শাখা। সূর্যমুখী, আলু বা তুলসীর
মতো উদ্ভিদের আদি পূর্বপুরুষরা এই সময়েই একটি বিশাল গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ
করে। পরবর্তী সময়ে এরা ল্যামিডস এবং ক্যাম্পানুলিডস
নামক দুটি বড় ভাগে বিভক্ত হয়ে যায়।হয়ে যায়।