সুপারঅ্যাস্টেরিডস
Superrosids
জীববিজ্ঞানের ভিরিডিপ্ল্যান রাজ্যের একটি থাক বিশেষ।

সুপারঅ্যাস্টেরিডস -এর প্রধান সাধারণ বৈশিষ্ট্য
১. যুক্ত পাপড়ি: এই গোষ্ঠীর অনেক উদ্ভিদের (বিশেষ করে 'অ্যাস্টেরিডস' শাখার) ফুলের পাপড়িগুলো গোড়ার দিকে বা সম্পূর্ণভাবে একে অপরের সাথে যুক্ত থাকে (যেমন: ধুতুরা বা ঘণ্টার মতো ফুল)।
২. পরাগকেশরের সংখ্যা: এদের পরাগকেশরের সংখ্যা সাধারণত পাপড়ির সংখ্যার সমান বা তার কম হয়ে থাকে। পরাগকেশরগুলো অনেক সময় পাপড়ির সাথে যুক্ত থাকে।

৩. ডিম্বাশয়:
  • টিনিউইনিউসেলেট ডিম্বক: সুপাররোসিডস-এর তুলনায় এদের ডিম্বকের চারপাশের কোষস্তর পাতলা হয়। এটি এই গোষ্ঠীর একটি প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য।
  • একস্তর বিশিষ্ট ইন্টেগুমেন্ট: এদের ডিম্বকে সাধারণত একটি মাত্র আবরণ বা ইন্টেগুমেন্ট থাকে।
বীজের গঠন ও ভ্রূণতত্ত্ব
শারীরবৃত্তীয় ও রাসায়নিক বৈশিষ্ট্য

ক্রমবিবর্তন
১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে স্পের্ম্যাটোফাইট থাক থেকে উৎপন্ন হয়েছিল এন্‌জিয়োসফার্ম থাক তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল ইউডিকোটস থাকের উদ্ভিদ।
১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ইউডিকোটস থাক থেকে উদ্ভব হয়েছিল কোর- ইউডিকোটস উদ্ভিদ এবং এই থাক থেকে উৎপন্ন হয়েছিল ৩টি পৃথক থাক। এগুলো হলো-

খ্রিষ্টপূর্ব ১ ১ থেকে ৯.৫ কোটি অব্দের ভিতরে সুপারঅ্যাস্টেরিডস থাকটি থেকে উৎপন্ন হয়- চারটি বর্গের উদ্ভিদ। এগুলো হলো-