সুপাররোসিডস
Superrosids
জীববিজ্ঞানের ভিরিডিপ্ল্যান রাজ্যের একটি থাক বিশেষ।

সুপাররোসিডস-এর প্রধান সাধারণ বৈশিষ্ট্য
১. পুষ্পমঞ্জুরি ও ফুলের গঠন মুক্ত পাপড়ি: সুপাররোসিডস উদ্ভিদের ফুলের পাপড়িগুলো সাধারণত একে অপরের থেকে আলাদা বা মুক্ত থাকে। তবে কিছু ক্ষেত্রে বিবর্তনের ফলে পাপড়ি যুক্ত হতে দেখা যায়।

২. পরাগকেশর: এদের পরাগকেশরের সংখ্যা সাধারণত পাপড়ির সংখ্যার দ্বিগুণ বা তার বেশি হয়ে থাকে।

৩. ডিম্বাশয়: এদের ডিম্বাশয় সাধারণত ফুলের অন্যান্য অংশের উপরে  অবস্থিত থাকে, যদিও কিছু বর্গে এর ব্যতিক্রম দেখা যায়।
বীজের গঠন ও ভ্রূণতত্ত্ব শারীরবৃত্তীয় ও রাসায়নিক বৈশিষ্ট্য ক্রমবিবর্তন
১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে স্পের্ম্যাটোফাইট থাক থেকে উৎপন্ন হয়েছিল এন্‌জিয়োসফার্ম থাক তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল ইউডিকোটস থাকের উদ্ভিদ।
১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ইউডিকোটস থাক থেকে উদ্ভব হয়েছিল কোর- ইউডিকোটস উদ্ভিদ এবং এই থাক থেকে উৎপন্ন হয়েছিল ২টি পৃথক থাক। এগুলো হলো-

১২ থেকে ১০.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে সুপাররোসিডস থাক থেকে উৎপন্ন হয়েছিল দুটি থাক। এগুলো হলো- সাক্সিফ্রাগালেস ও রোসিডস্ থাক।