|
১. পুষ্পমঞ্জুরি ও ফুলের গঠন মুক্ত পাপড়ি: সুপাররোসিডস উদ্ভিদের ফুলের পাপড়িগুলো সাধারণত একে অপরের থেকে আলাদা বা মুক্ত থাকে। তবে কিছু ক্ষেত্রে বিবর্তনের ফলে পাপড়ি যুক্ত হতে দেখা যায়।২. পরাগকেশর: এদের পরাগকেশরের সংখ্যা সাধারণত পাপড়ির সংখ্যার দ্বিগুণ বা তার বেশি হয়ে থাকে।