বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : নতুন নেশার আমার এ মদ বল কি নাম দেব এর বঁধুয়া

নতুন নেশার আমার এ মদ বল কি নাম দেব এর বঁধুয়া।
গোগী চন্দন গন্ধ মুখে এর বরণ সোনার চাঁদ চূঁয়া॥
        মধু হতে মিঠে পিয়ে আমার মদ
        গোধূলি রঙ ধরে কাজল নীরদ,
প্রিয়েরে প্রিয়তম করে এ মদ মম, চোখে লাগায় নভোনীল ছোঁয়া॥
        ঝিম হয়ে আসে সুখে জীবন ছেয়ে,
        পান্‌সে জোছনাতে পান্‌সি চলে বেয়ে,
মধুর এ মদ নববধূর চেয়ে আমার মিতালি এ মহুয়া॥