বাংলা যুক্ত ব্যঞ্জনবর্ণ
ব্যঞ্জনবর্ণের সেটে রয়েছে ৩৮টি বর্ণ। এগুলো হলো
 

ক-বর্গ :        ৫টি
চ-বর্গ : ৫টি
ট-বর্গ :       ৫টি
ত-বর্গ :     ৫টি
প-বর্গ :   ৫টি
অন্তঃস্থ ধ্বনি   ৪টি
উষ্ম-ধ্বনি :   ৪টি
তাড়নজাত :  ড় ঢ় ২টি
পরাশ্রয়ী ং ঃ ঁ  ৩টি
 

মোট

৩৮টি

 

বাংলা বর্ণমালার স্বরচিহ্ন এবং ব্যঞ্জনচিহ্ন যুক্তাবস্থায় নানারূপ ধারণ করে। স্বরচিহ্নগুলো ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হওয়ার সময় যে পরিবর্তিত রূপে প্রকাশ পায়, তাকে কারচিহ্ন বলা হয়। ব্যঞ্জনবর্ণ অন্যবর্ণের সাথে যখন বসে তখন তার রূপ পাল্টায়। এই রূপ পরিবর্তন করে যে নতুন রূপ লাভ করে, তাকে যুক্তাক্ষর বলা হয়।

বাংলা বানানে ব্যঞ্জনবর্ণ তিনভাবে ব্যবহৃত হয়। এই তিনটি ভাব হলো