৪২ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৪২ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৪৮ বঙ্গাব্দ (রবিবার ২৫মে ১৯৪১ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৪৯ বঙ্গাব্দ রবিবার ২৪ শে মে ১৯৪১ খ্রিষ্টাব্দ)
 


২৫-৩১ মে ১৯৪১ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৪৮) জুন ১৯৪১ (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৪৮)
 
বেতারে নজরুল এই মাসে রেকর্ডে প্রকাশিত গানের তালিকা এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা জুলাই ১৯৪১ (১৭ আষাঢ় -১৫ শ্রাবণ ১৩৪৮)
এই মাসের ১২ তারিখে (শনিবার ২৮ আষাঢ় ১৩৪৮),  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত কালিন্দী মঞ্চস্থ হয়েছিল, নাট্যনিকেতন মঞ্চে। এই নাটকের গীত রচনা এবং সুরারোপের দায়িত্বে ছিলেন নজরুল। এই নাটকে নজরুলের রচিত তিনটি   ব্যবহৃত হয়েছিল। গান তিনটি হলো- বেতারে নজরুল
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান আগষ্ট ১৯৪১ (১৬ শ্রাবণ -১৫ ভাদ্র ১৩৪৮)
বেতার জগতে নজরুলের

১০ আগষ্ট (রবিবার, ২৫ শ্রাবণ ১৩৪৮), সকলা ৮.৫০টায় রাগ: প্রধান গান হিসেবে কলকাতা বেতার কেন্দ্র থেকে শৈলদেবী‌র কণ্ঠে একটি গান প্রচারিত হয়েছিল। গানটি হলো-

১. মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল [গান ৫৩২]
২. নূরজাহান ! নূরজাহান! [গান ৫৪১]
৩. চাঁদের কন্যা চাঁদ সুলতানা চাঁদের চেয়েও জ্যোতি [গান ২৩১১]
৪.আনার কলি! আনার কলি! [গান ১০৫৮]
৫. লুকায়ে রহিলে চিরদিন তুমি শীশ মহলের শারশীতে [গান ২৫৬৬]
মঞ্চ নাটকে নজরুল
১৯৪১ খ্রিষ্টাব্দের আগষ্ট (ভাদ্র ১৩৪৮), কলকাতার মিনার্ভা থিয়েটার মঞ্চে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের রচিত রঙ্গনাটক 'ব্ল্যাক আউট' প্রথম মঞ্চস্থ হয়।  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই নাটকটি স্ট্যান্ডার্ড বুক কোম্পানী ২১৬, কর্নওয়ালিশ স্ট্রিট থেকে পুস্তকাকারে প্রকাশিত হয়েছিল। প্রকাশক ছিলেন শ্রীঅমূল্য কুমার চট্টোপাধ্যায়। প্রকাশের সময় এই গ্রন্থে উল্লেখ নেই। নাটকটি উৎসর্গ করেছিলেন- নট-ভাস্কর অহীন্দ্র চৌধুরীকে। নাট্যপরিচালক ছিলেন কালীপ্রসাদ ঘোষ, সঙ্গীত পরিচালক রঞ্জিত রায়, নৃত্য পরিচালক রতন সেনগুপ্ত।

এই নাটকে মোট ১৪টি গান ব্যবহার করা হয়েছিল। এর ভিতরে দুটি হাসির গান রচনা করেন নজরুল। এই নাটকে দুটি হাসির গান রচনা করেন নজরুল। প্রকাশিত গ্রন্থের 'ভীষণ ভূমিকা'য় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এ প্রসঙ্গে লিখেছেন-

‌'...আর একটি কথা সুহৃদ্বর কাজী নজরুল ইসলাম ভূতেশ্বরের দু‌'খানি গান রচনা ক‌রে দিয়ে এবং আমায় তা প্রকাশের অনুমতি দিয়ে বাধিত করেছেন।'

১২ই আগষ্ট (মঙ্গলবার ২৭ শ্রাবণ ১৩৪৮), ফরিদপুর জেলা মুসলিম ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ছাত্র সম্মেলন ফরিদপুর শহরে হওয়ার  কথা ছিল। এই অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেছিলেন। এই অনুষ্ঠানে অন্যান্য যাঁরা যোগদান করেছিলেন, তাঁরা হলেন- প্রিন্সিপ্যাল ইব্রাহিম খাঁ, শামসুল হুদা চৌধুরী, মুহম্মদ হবীবুল্লাহ, আব্দুর রউফ, হুমায়ুন কবির প্রমুখ। সন্ধ্যায় স্থানীয় বড় মসজিদে ধর্মসভা হয়। এই সভায় নজরুল ও হবীবুল্লাহ বক্তব্য রেখেছিলেন।

এই মাসে রেকরডে প্রকাশিত গান

পত্রিকায় প্রকাশিত নজরুলের রচনা সেপ্টেম্বর ১৯৪১ (১৬ ভাদ্র-১৪ আশ্বিন ১৩৪৮)
বেতারে নজরুল
এই মাসের রেকর্ডে প্রকাশিত গান এই মাসে বাতিলকৃত রেকর্ড এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
অক্টোবর ১৯৪১ (১৫ আশ্বিন-১৪ কার্তিক ১৩৪৮)
বেতারে নজরুল
এই মাসে রেকর্ডে প্রকাশিত গানের তালিকা এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা নভেম্বর ১৯৪১ (১৫ কার্তিক- ১৪ অগ্রহায়ণ ১৩৪৮)
বেতারে নজরুল
সভা-সমিতি
২৯শে নভেম্বর (১৩ অগ্রহায়ণ ১৩৪৮)।  কলকাতায় নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের উদ্যোগে ৮৬ নম্বর কলেজ স্ট্রিটস্থ ওভারটুন হলে (ওয়াইএমসিএ)  দানবীর হাজী মোহাম্মদ মহসিনের (১৭৩২-১৮১২ খ্রিষ্টাব্দ) মৃত্যুবার্ষিকী পালিত হয়। উক্ত স্মরণ-সভায় আব্বাসউদ্দীন এই গানটি পরিবেশন করেছিলেন। এছাড়া গানটি দৈনিক নবযুগ পত্রিকার '২৯শে নভেম্বর ১৯৪১, ১৩ অগ্রহায়ণ ১৩৪৮' সংখ্যার সম্পাদকীয় পৃষ্ঠার তৃতীয় ও চতুর্থ কলামের মাঝখানে বক্স করে গানটি ছাপানো হয়েছিল। ধারণা করা হয়, গানটি নজরুল এই স্মরণ-সভা'র জন্যই অগ্রহায়ণ মাসেই রচনা করেছিলেন। গানটি হলো- এই মাসে রেকর্ডে প্রকাশিত গান এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা ডিসেম্বর ১৯৪১ (১৫ অগ্রহায়ণ -১৬ পৌষ ১৩৪৮) এই মাসে রেকর্ডে প্রকাশিত গান এই বছরের রেকরডকৃত গান  এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা এই বছরে প্রকাশিত গানের তালিকা জানুয়ারি ১৯৪২ (১৭ পৌষ-১৭ মাঘ ১৩৪৮)
এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

ফেব্রুয়ারি ১৯৪২ (১৮ মাঘ-১৬ ফাল্গুন ১৩৪৮)

নতুন রচনা
৮ ফেব্রুয়ারি (রবিবার ২৫ মাঘ ১৩৪৮)। এই দিন চীনের প্রধান মার্শাল চিয়াং কাইশেক সস্ত্রীক কলকাতায় আসেন। তাঁর আগমন উপলক্ষে ব্রিটিশ রেকর্ড কোম্পানির অনুরোধে নজরুল একটি গান রচনা করেন। গানটি হলো-

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার রবিবার ৫ ফাল্গুন ১৩৪৮)। নজরুল তাঁর কোনো এক শিল্পী বন্ধুর জন্য 'চিত্রপট' শিরোনামে একটি প্রশস্তিমূলক কবিতা রচনা করেন।

বেতারে নজরুল

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

চিঠিপত্র:

মার্চ ১৯৪২  (১৭ ফাল্গুন-১৭ চৈত্র ১৩৪৮)
বেতারে নজরুল

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

এপ্রিল ১৯৪২  (১৮ চৈত্র ১৩৪৮-১৭ বৈশাখ ১৩৪৯)

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

১-২৪ মে ১৯৪২ (১৮ বৈশাখ-১০ জ্যৈষ্ঠ ১৩৪৮)

এই মাসে রেকর্ডে প্রকাশিত রচনা