৩৬ বৎসর অতিক্রান্ত বয়স

নজরুল ইসলামের ৩৬ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৪২ বঙ্গাব্দ (বৃহস্পতিবার ২৫মে ১৯৩৫ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল  ১০ জ্যৈষ্ঠ ১৩৪৩ বঙ্গাব্দ (২৩শে মে ১৯৩৬ খ্রিষ্টাব্দ)


২৪-৩১ মে ১৯৩৫ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৪২)
নজরুলের ৩৬ বৎসর অতিক্রান্ত বয়সে শুরুতে পত্রিকায় তাঁর প্রথম একটি কবিতা প্রকাশিত হয়েছিল। যেমন- জুন ১৯৩৫ (১৮ জ্যৈষ্ঠ-১৫ আষাঢ় ১৩৪২) ১৯৩৫ জুলাই (১৬ আষাঢ়-১৫ শ্রাবণ ১৩৪২)
এই মাসের ৩১ তারিখে (বুধবার ১৫ শ্রাবণ ১৩৪২), স্কুল পাঠ্যগ্রন্থ মক্তব সাহিত্য প্রকাশিত হয়। এটি ছিল মূলত নজরুল ওসলাম-কৃত নানা লেখকের রচনার সংকলন।  প্রকাশক: খোন্দকার আব্দুল জব্বার, ২৫ এ পঞ্চানন টোলা লেন,  কলকাতা। মুদ্রাকর: এ সি সরকার ক্লাসিক প্রেস ২১ পটুয়াটোলা লেন, কলকাতা। পৃষ্ঠা: ২১।

গ্রন্থ সূচি:
  1. মোনাজাত: সুরা ফাতিহার অনুবাদ। অনুবাদক নজরুল ইসলাম।
  2. হজরত মোহাম্মদের উম্মত পরীক্ষা। [হাদিস] নজরুল ইসলাম
  3. আলস্যের ফল। রবীন্দ্রনাথ
  4. পানি। নজরুল ইসলাম
  5. কুটির । নজরুল ইসলাম
  6. ঈদের দিনে। [হাদিস] নজরুল ইসলাম
  7. মৌলবি সাহেব। নজরুল ইসলাম
  8. চাষী। । নজরুল ইসলাম
  9. কাবা শরীফ । নজরুল ইসলাম
  10. কোরাআন শরীফ । নজরুল ইসলাম
  11. উদ্ভিদ। নজরুল ইসলাম
  12. আল্লাহু তায়ালা। নজরুল ইসলাম
  13. আমাদের খাদ্য। ডঃ চুণীলাল বসু
  14. হজরতের মহানুভবতা। নজরুল ইসলাম
  15. গোরু। নজরুল ইসলাম
  16. আদর্শ ছেলে। কুসুমকুমারী দাশ
  17. পরিচ্ছদ। নজরুল ইসলাম
  18. সত্যরক্ষা। নজরুল ইসলাম
  19. বিড়াল। নজরুল ইসলাম
  20. ঈদের চাঁদ। নজরুল ইসলাম
  21. হারজিত। রবীন্দ্রনাথ ঠাকুর

১৩৪২ বঙ্গাব্দের শ্রাবণ (জুলাই-আগষ্ট ১৯৩৪) মাসে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নতুন গান।

আগষ্ট ১৯৩৫ (১৬ শ্রাবণ-১৪ ভাদ্র ১৩৪২) সেপ্টেম্বর ১৯৩৫ (১৫ ভাদ্র-১৩ আশ্বিন ১৩৪২)
আগেই উল্লেখ করা হয়েছে যে, ২৮ আগষ্ট (বুধবার ১১ ভাদ্র ১৩৪২),  সাপ্তাহিক নাগরিক পত্রিকার ১৩৪২ সংখ্যার জন্য রবীন্দ্রনাথের কাছে নজরুল একটি লেখা চেয়ে চিঠি লেখেন। এর উত্তরে রবীন্দ্রনাথ ১৫ ভাদ্র ১৩৪২ (রবিবার ১ সেপ্টেম্বর ১৯৩৫) 'তীর্থ-পথিক' শিরোনামের একটি কবিতা পাঠান। এই কবিতাটি নাগরিক পত্রিকার ১৩৪২ বঙ্গাব্দের ২২ বর্ষ ১ম সংখ্যায় প্রকাশিত হয়েছিল।

৩ সেপ্টেম্বর (মঙ্গলবার ১৭ ভাদ্র ১৩৪২), নজরুল কলকাতার ৩৯ সীতানাথ রোড থেকে পাবনা-নিবাসী কবি মাহমুদা খাতুন সিদ্দিকীকে একটি চিঠি লেখেন। মাহমুদা খাতুন সিদ্দিকা-কে লেখা পত্র]

এই মাসে সঞ্চিতা কাব্যগ্রন্থে সংকলিত 'বিদ্রোহী‌‌' 'কাণ্ডারী' 'হুঁশিওয়ার' ও ধীবরের গান' প্রচার বন্ধ করার জন্য সরকার নির্দেশ জারি করে

১৮ সেপ্টেম্বর (বুধবার ১ আশ্বিন ১৩৪২) নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির এই চুক্তি হয়। এই সূত্রে চুক্তিতে যে সকল গান পাওয়া যায়, সেগুলো হলো-১৯৩৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে প্রকাশিত রেকর্ড-কৃত গানের তালিকা এই মাসে বাতিলকৃত রেকর্ড

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

অক্টোবর ১৯৩৫ (১৪ আশ্বিন-১৪ কার্তিক ১৩৪২)

এই মাসে বাতিলকৃত রেকর্ড

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

নভেম্বর ১৯৩৫ (১৫ কার্তিক -১৪ অগ্রহায়ণ ১৩৪২)

এই মাসে বাতিলকৃত রেকর্ড

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

ডিসেম্বর ১৯৩৫ (১৫ অগ্রহায়ণ -১৫ পৌষ ১৩৪২)

১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২)  টুইন রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয় চুক্তি হয়েছিল। এই চুক্তিতে যে সকল গান ছিল। সেগুলো হলো- ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২১ ডিসেম্বর শনিবার (৫ পৌষ ১৩৪২) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয় চুক্তি হয়েছিল। এই চুক্তিতে যে সকল গান ছিল। সেগুলো হলো- এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসে বাতিলকৃত রেক্র্ডের গান

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

জানুয়ারি ১৯৩৬ (১৬ পৌষ-১৭ মাঘ ১৩৪২)

২১ জানুয়ারি (মঙ্গলবার ৭ মাঘ ১৩৪৪২), নজরুল তাঁর 'রুবাইয়াৎ-ই-হাফিজ‌'  অনুবাদ গ্রন্থের একটি কপি রবীন্দ্রনাথকে উপহার দেন। এর উৎসর্গ অংশে নজরুল লিখেছিলেন- 'শ্রীশ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের করকমলে। প্রণত ৭ই মাঘ, ১২৪২ সন।'

২৭ জানুয়ারি (সোমবার ১৩ মাঘ ১৩৪৪২), ফরিদপুর জেলা মুসলিম ছাত্র সম্মিলনীতে যোগ দিতে আমন্ত্রিত হয়ে নজরুল ফরিদপুর শহরে আসেন। তাঁর আগমনে স্থানীয় ছাত্র-জনতার মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়। ফরিদপুর টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে নজরুল সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন বক্তা নজরুলে অভিনন্দন জানান। সভার শেষ পেয়ে সভাপতি হিসেবে নজরুল 'বাংলার মুসলিমকে বাঁচাও' নামে এক লিখিত আবেগোচ্ছল ও অবিস্মরণীয় ভাষণ দেন। এরপর ফরিদপুরে তিনি কয়েকদিন কাটান। এই সময় তিনি ফরিদপুরের কয়েকটি অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

এই মাসে মন্মথ রায়ের রচিত 'নরমেধ' নামক একটি রেকর্ড প্রকাশ করেছিল টুইন রেকর্ড কোম্পানি। এই নাটকে নজরুলের রচিত মোট ৫টি গান ব্যবহৃত হয়েছিল। এর ভিতরে ' তুমি দুখের বেশে এলে' গানটি পূর্বে 'চন্দ্রবিন্দু' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।

  1. ওগো ঠাকুর! বলতে পার [তথ্য]
    এফটি ৪২০৯। চরিত্র: কুশধ্বজ। শিল্পী হরিমতী।
  2. দাও আরো আরো দাও সুরা [তথ্য]
    এফটি ৪২০৬। চরিত্র: নর্তকীর গীত।
  3. ঠাকুর তোমায় মালা দেব [তথ্য]
    এফটি ৪২০৬। চরিত্র: মণিমালা ও কুশধ্বজ। শিল্পী তারকবালা ও হরিমতী।
  4. তুমি দুখের বেশে এলে [তথ্য]
    এফটি ৪২১০। শিল্পী: দেবেন বিশ্বাস
  5. হে গোবিন্দ,হে গোবিন্দ ও রাঙা [তথ্য]  
    এফটি ৪২১১। সমবেত গান। শিল্পী: নরেশচন্দ্র মিত্র, ইন্দু সেন, ধীরেন্দ্রনাথ প্রমুখ
এই মাসে রেকর্ডে প্রকাশিত অন্যান্য গান এই মাসে পত্রিকায় প্রকাশিত গান ফেব্রুয়ারি ১৯৩৬ (১৮ মাঘ -১৬ ফাল্গুন ১৩৪২)
এই মাসে নজরুল বাসা বদল করে সীতানাথ রোডের বাসায় ওঠেন। এই মাসে কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল 'জীবনস্রোত' নামক গীতি-আলেখ্য।
'২৭শে ফেব্রুয়ারী রাত্রি ৮-০৬ মিনিটে একটি অনুষ্ঠান হবে তার নতুনত্ব আপনাদের আকৃষ্ট করবে বলে মনে হয়। এই অনুষ্ঠানটি রচনা করেছেন জগৎ ঘটক, সুর সংযোজন করেছেন নিতাই ঘটক এবং প্রযোজনার ভার নিয়েছেন শ্রীসুরেশচন্দ্র চক্রবর্তী। এই অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে 'জীবনস্রোত'। জীবনস্রোতে গানের ভিতর দিয়ে যে দার্শনিকতার সূচনা করা হয়েছে তা রসিক মনকে স্পর্শ করবে বলে আমার ধারণা।' জীবনস্রোত গীতি-আলেখ্যের গানগুলো কে রচনা করেছিলেন, এ বিষয়ে বেতার জগতের বিবরণ থেকে জানা যায় না। প্রায়ই একই বিবরণ পাওয়া যায়, The Inidian Listener পত্রিকার ৭ ফেব্রুয়ারি ১৯৩৬ সংখ্যার ২৩২ পৃষ্ঠায়।

নাটকটির রচয়িতা জগৎঘটকের কাছে রক্ষিত পাণ্ডুলিপি থেকে জানা যায় যে, এই গীতি আলেখ্যের গানগুলোর রচনা করেছিলেন নজরুল ইসলাম। এ বিষয়ে ব্রহ্মমোহন ঠাকুর 'বেতারে নজরুল' গ্রন্থে উল্লেখ করেছেন- 'নজরুল ঐ সময় গ্রামোফোন কোম্পানীর Exclusive Cpmposer ছিলেন। শর্ত ছিল গ্রামোফোন কোম্পানী ছাড়া আর কোথাও নজরুল গান রচনা কিম্বা সুরারোপ করতে পারবেন না। আর সেই কারণেই 'বেতার জগত'-এ নজরুলের নামের উল্লেখ নেই।

এই গীতি-আলেখ্যতে মোট ১২টি গান ব্যবহার করা হয়েছিল। এর ভিতরে ৪টি গান সম্ভবত নজরুলের রচিত নয়। ষষ্ঠ গান 'অগ্নি-গিরি ঘুমন্ত উঠিল জাগিয়া' পূর্বে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অবশিষ্ট ৭টি গান 'জীবন-স্রোত' গীতি আলেখ্যতে প্রথম প্রকাশিত হয়েছিল। নিচে সকল গানের তালিকা তুলে ধরা হলো।
  1. অগ্নি-গিরি ঘুমন্ত উঠিল জাগিয়া [তথ্য]
  2. এলো বরষা শ্যাম সরসা প্রিয় দরশা [তথ্য]
  3. ঐ কালো অঙ্গ রাঙা হবে [তথ্য]
  4. চলে ঐ আনন্দে ঝর্না রানী [তথ্য]
  5. চাঁদনী রাতে রুপালি মায়ায় [তথ্য]
  6. জল ফেলে জল আনতে গেলি [তথ্য]
  7. বসন্ত মুখর আজি [তথ্য]
  8. বয়ে যাই উতরোল অসীম সুদূর [তথ্য]
  9. বল কতদূর! আর কতদূর [তথ্য]
  10. শীতের হাওয়া বয় রে ভাই [তথ্য]
অন্যের রচিত গান
  1. রহিতে যে নারি ধৈরয ধরি যাচি হে তোমার দেখা [নজরুলের গান নয় ]
  2. ভব পারে যাবার লাগি আছে পারের কাণ্ডারী [নজরুলের গান নয় ]
এই মাসে রেকর্ডে প্রকাশিত গানের তালিকা
  • টুইন: ফেব্রুয়ারি ১৯৩৬। এফটি ৪২৬৩। আব্বাস উদ্দিন
    • হে নামাজী আমার ঘরে [তথ্য]
    • আমার মোহাম্মদের নামের ধেয়ান [তথ্য]
  • টুইন: ফেব্রুয়ারি ১৯৩৬। এফটি ৪২৮০। কুমারী পারুল সেন
    • তৃষিত আকাশ কাঁপে রে  [তথ্য]
    • তব মাধবী লীলায় কর (মাধবী লীলায় কর) [তথ্য]
  • এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৬। এন ৭৪৮৫।  কমল দাশগুপ্ত
  • এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৬। এন ৭৪৮৭।  সাকিনা বেগম (আশ্চর্যময়ী)
    • চীন আরব হিন্দুস্থান [তথ্য]
    • নামাজ রোজা হজ্ জাকাতের [তথ্য]
মার্চ ১৯৩৬ (১৭ ফাল্গুন ১৮ চৈত্র ১৩৪২)
এই মাসে রেকর্ডে প্রকাশিত গানের তালিকা।
    • টুইন। মার্চ ১৯৩৬। এফটি ৪২৮৯। শিল্পী: ইন্দুবালা
      • অঞ্জলি লহ মোর সঙ্গীতে [তথ্য]
      • দোলা লাগিল দখিনার বনে বনে [তথ্য
    • টুইন। মার্চ ১৯৩৬। এফটি ৪২৯১। শিল্পী: ইন্দুসেন ও ইন্দুবালা
      • ওগো নন্দদুলাল নাচে ছন্দ তালে [তথ্য]
      • শ্রী রঘুপতি রাম [তথ্য]
    • এইচএমভি। মার্চ ১৯৩৬। এন ৭৪৯২। শিল্পী: কমলা দেবী
      • যা সখি যা তোরা গোকূলে ফিরে [তথ্য]
    • এইচএমভি। মার্চ ১৯৩৬। এন ৭৪৯৩। শিল্পী: আঙুরবালা
    • এইচএমভি। মার্চ ১৯৩৬। এন ৭৪৯৪। হরিমতী
      • খেলিছে জলদেবী সুনীল সাগর জলে [তথ্য]
      • বিদেশিনী বিদেশিনী চিনি চিনি  [তথ্য]
    • এইচএমভি। মার্চ ১৯৩৬। এন ৭৪৯৬। শিল্পী: মৃণালকান্তি ঘোষ
    • এইচএমভি। মার্চ ১৯৩৬। এন ৭৪৯৯। শিল্পী: পিয়ারু কাওয়াল
      • ঐ হের রসুলে-খোদা এলো ঐ [তথ্য]
      • হে মদিনাবাসী প্রেমিক ধর হাত মম [তথ্য]

এই মাসে 'পাতালপুরী' নামক চলচ্চিত্র মুক্তি পেয়েছিল।

  • পাতালপুরী (চলচ্চিত্র)
    ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৩ মারচ (সোমাবার ১০ চৈত্র ১৩৪২), কলকাতার রূপবাণী প্রেক্ষাগৃহে, 'পাতালপুরী' নামক চলচ্চিত্র মুক্তি পায়। এই ছবির পরিচালক ছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়।  এই ছবির জন্য কবি ৭টি সুরসহ গান রচনা করেন।  এছাড়া এই ছবির ৮টি গানে তিনি সুরারোপ করেছিলেন।  এছাড়া নজরুল ইসলাম এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন। নজরুলের রচিত ও সুরারোপিত ৭টি গান হলো-
  1. আঁধার ঘরের আলো [বিলাসীর গান][তথ্য]
  2. এলো খোঁপায় পরিয়ে দে [বিলাসীর গান] [তথ্য]
  3. ও শিকারী মারিস না তুই [টুমনির গান [তথ্য]
  4. তালপুকুরে তুলছিল সে [মুংরার গান] [তথ্য]
  5. দুখের সাথী গেলি চল [মাতাল সর্দারের গান] [তথ্য]
  6. ধীরে চল্ চরণ টলমল্ [কয়লাকুঠির কামিনদের গান] [তথ্য]
  7. ফুল ফুটেছে কয়লা টবে [মুংরা ও বিলাসীর গান] [তথ্য]

সূত্র: প্রচার পুস্তিকা

এপ্রিল ১৯৩৬ (১৯ চৈত্র-১৭ বৈশাখ ১৩৪৩)
৬ এপ্রিল (সোমবার ২৪ চৈত্র ১৩৪২), নজরুল ৩৭/১ সীতানাথ রোড, কলকাতা থেকে হিজ মাস্টার্স ভয়েস গ্রামোফোন কোম্পানির পক্ষ থেকে তাঁর এককালের শিক্ষক কবি কুমুদরঞ্জন মল্লিককে চিঠি লেখেন।
                     [ কুমুদরঞ্জন মল্লিক-কে লেখা পত্র]
 

  • এই মাসে রেকর্ডে প্রকাশিত রচনা
    • টুইন। এফটি ৪৩২৪শিল্পী: শিউলি সরকার
    • টুইন। এফটি ৪৩২৭শিল্পী: আব্দুল লতিফ
      • প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন [তথ্য]
      • যাদের তরে এ সংসারে খাট্‌নু জনম-ভোর [তথ্য]
    • টুইন। এফটি ৪৩২৮শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ
      • ওগো মা ফাতেমা ছুটে আয়[তথ্য]
      • ফোরাতের পানিতে নেমে [তথ্য]
    • এইচএমভি। এন ৯৭০৫। মিস কড কস্টেলা
      • নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া [তথ্য
      • ফিরে ফিরে কেন তারই স্মৃতি [তথ্য]
    • এইচএমভি। এন ৯৭০৭। গোপাল সেন
      • কল কল্লোল ত্রিংশ কোটি কণ্ঠে উঠেছে গান [তথ্য]
      • ঝড় এসেছে ঝড় এসেছে [তথ্য]
    • এইচএমভি। এন ৯৭০৯। মৃণালকান্তি ঘোষ ও মানিকমালা
      • সাজে অভিনব সাজে রাই [তথ্য]
      • হেলে দুলে চলে বন -মালা গলে [তথ্য]
    • এইচএমভি। এন ৯৭১০। ভ্যাবাকান্ত নাটক।
      • ওহে ভ্যাবাকান্ত! দাও হে গান [তথ্য]
      • ভ্যাক্ত তব ডাকে মেনকা নন্দিনী [তথ্য]
    • এইচএমভি। এন ৯৭১১। কে মল্লিক
      • মোহাম্মদ নাম যত জপি [তথ্য]
      • সুদূর মক্কা মদিনার পথে [তথ্য]

১৩৪৩ বঙ্গাব্দের বৈশাখ মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

  • বুলবুল। বৈশাখ ১৩৪৩
    • সুখ-বিলাসিনী পারাবত তুমি
  • মোয়াজ্জিন। বৈশাখ ১৩৪৩
    • তোমার নামে একি নেশা  [তথ্য]
১-২৪ মে ১৯৩৬ (১৮ বৈশাখ-১০ জ্যৈষ্ঠ ১৩৪৩)
নজরুলের ৩৬ বৎসর অতিক্রান্ত বয়সের শেষ কয়েকদিনে রেকর্ড ও পত্রিকায় প্রকাশিত রচনাসমূহ
  • রেকর্ডে প্রকাশিত গান
    • টুইন। এফটি ৪৩৬৭। শিল্পী: আঙুরবালা
      • এত জল ও-কাজল-চোখে [তথ্য]
      • ভুলি কেমনে আজো যে মনে [তথ্য
    • টুইন। এফটি ৪৩৬৯। শিল্পী: আব্দুল লতিফ
      • হে মোহাম্মদ এসো এসো [তথ্য]
      • য়্যা এলাহি য়্যা এলাহি [তথ্য]
    • এইচএমভি। এন ৯৭০৯। আব্বাসউদ্দিন আহম্মদ
      • আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয় [তথ্য]
      • শহীদী ঈদগাহে দেখ্‌ আজ [তথ্য]
    • এইচএমভি। এন ৯৭১৪। নীলমণি সিংহ
      • বজ্রগোপাল শ্যাম সুন্দর [তথ্য]
      • যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর [তথ্য
    • এইচএমভি। এন ৯৭২৩। আভা সরকার
      • আমার সকল আকাশ ভ'রলো [তথ্য]
      • যদি আমি তোমায় হারাই [তথ্য]
    • এইচএমভি। এন ৯৭২৬। শিল্পী: মানিক মালা
      • বনফুলে তুমি মঞ্জরী গো  [তথ্য]।
      • ম্লান আলোকে ফুটলি কেন [তথ্য]
    • এইচএমভি। এন ৯৭২৭। আব্বাসউদ্দিন আহম্মদ
      • স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা [তথ্য]