৩৪ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৩৪বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৪০ বঙ্গাব্দ (বৃহস্পতিবার ২৫মে ১৯৩৩ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল  ১০ জ্যৈষ্ঠ ১৩৪১ বঙ্গাব্দ (বৃহস্পতিবার ২৪শে মে ১৯৩৪ খ্রিষ্টাব্দ)


২৫-৩১ মে ১৯৩৩ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৪০)
মে মাসের শেষ কয়েকদিনে নজরুলের কোনো নতুন রচনা প্রকাশিত হয় নি। তবে ব্রহ্মমোহন ঠাকুরের নজরুল সঙ্গীত নির্দেশিকা গ্রন্থ থেকে জানা যায়- ২৯ মে (সোমবার ১৫ জ্যৈষ্ঠ) নজরুলের সাথে এইচএমভি‌র একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিতে ৩টি গানের উল্লেখ পাওয়া যায়। গানগুলো হলো-
  1. খোদার হবীব হলেন নাজেল [তথ্য]
  2. ওগো আমরা বাঙালী বাবু (নখ-দন্ত-বিহীন) [তথ্য]
  3. শুচিবাই  [তথ্য]
জুন ১৯৩৩ (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৪০)
সম্ভবত এই মাসের প্রথম থেকেই নজরুল তার অষ্টম সঙ্গীত সংকলন গুলবাগিচা প্রকাশের জন্য ব্যস্ত ছিলেন। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৭ জুন (মঙ্গলবার, ১৩ আষাঢ় ১৩৪০ )।

গ্রন্থটি উৎসর্গ পত্রে লেখা ছিল- 'স্বদেশী মেগাফোন রেকর্ড কোম্পানীর স্বত্বাধিকারী আমার অন্তরতম বন্ধু শ্রী জিতেন্দ্রনাথ ঘোষ অভিন্নহৃদয়েষু। এই গ্রন্থের গানের সংখ্যা ছিল ৮৮টি। এর ভিতরে ৬৩টি গান ছিল নতুন।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গানগুলো হলো-

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

জুলাই ১৯৩৩ (১৭ আষাঢ়-১৫ শ্রাবণ ১৩৪০)
১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৩ জুলাই (রবিবার ৭ শ্রাবণ ১৩৪০), কংগ্রেস নেতা এবং জাতীয়তাবাদী আইনজীবী যতীন্দ্রনাথ সেনগুপ্ত কারান্তরে মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে তিনি 'দেশপ্রিয় যতীন্দ্রমোহনের তিরোধানে‌' কবিতাটি রচনা করেন। পরে এই কবিতাটিকে তিনি গানে রূপান্তর করেছিলেন। এই মাসে রেকর্ডে প্রকাশিত গানসমূহ
  • মেগাফোন। জেএনজি ৬২। ধীরেন দাস
    • বাজায়ে কাঁচের চুড়ি [তথ্য]
    • হায় ঝরে যায় মোর আশা-কুসুম [তথ্য]
  • মেগাফোন। জেএনজি ৬৪। মিস মন্টি
    • কুল রাখ না-রাখ [তথ্য]
    • চলো সামলে পিছল পথ গোরী [তথ্য]
  • মেগাফোন। জেএনজি ৬৫। জ্ঞানেন্দ্রনাথ ঘোষ
    • আমার সোনার হিন্দুস্থান  [তথ্য]
    • উদার ভারত! সকল মানবে  [তথ্য]
  • টুইন। এফটি ২৮২১। মাস্টার কমল
    • অসুর বাড়ির ফেরত এ মা [তথ্য]
    • এ কি অপরূপ রূপে মা তোমায় [তথ্য]
  • এইচএমভি। এন ৭১২২। ধীরেন্দ্রনাথ দাস
  • এইচএমভি। এন ৭১২৩। কে মল্লিক
    • স্বদেশ আমার ! জানি না তোমার  [তথ্য]
    • স্বপ্নে দেখেছি ভারত-জননী [তথ্য]
এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
  • গুলিস্তা। শ্রাবণ ১৩৪০।
    • এসো শারদ প্রাতের পথিক  [তথ্য]
আগষ্ট ১৯৩৩ (১৬ শ্রাবণ-১৪ ভাদ্র ১৩৪০)
এই মাসের ১লা আগষ্ট (মঙ্গলবার ১৬ শ্রাবণ ১৩৪০), এইচএমভি কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়। এই চুক্তি অনুসারে নজরুল প্রতিটি গানের জন্য একাকলীন কুড়ি টাকা এবং রেকর্ড বিক্রয়ের রয়্যালিটি বাবদ প্রতি গানের খুচরা মূল্যের উপর শতকরা ৫ টাকা হারে পাবেন।

২৩ আগষ্ট (বুধবার ৭ ভাদ্র ১৩৪০), নারায়ণগঞ্জ সংগীত-সংসদের অভ্যর্থনা-সমিতির সভাপতি-কে একটি পত্র লেখেন। এই চিঠিতে তিনি পাঁচটি শর্ত দেন। এই শর্তে উক্ত অনুষ্ঠানের শিল্পীদের অংশগ্রহণ, নারায়ণগঞ্জে আসা-যাওয়া-থাকা, সম্মানী ইত্যাদি উল্লেখ করেছেন। উল্লেখ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ১৪-১৫ সেপ্টেম্বরে। [নারায়ণগঞ্জ সংগীত-সংসদের অভ্যর্থনা-সমিতির সভাপতি-কে লেখা পত্র]

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসে পত্রিকায় প্রকাশিত গানগুলো-

সেপ্টেম্বর ১৯৩৩ (১৫ ভাদ্র-১৪ আশ্বিন ১৩৪০)
গত মাসের নারায়ণগঞ্জ সংগীত-সংসদের অভ্যর্থনা-সমিতির আমন্ত্রণ রক্ষার জন্য নজরুল ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ২৯ ভাদ্র ১৩৪০) নারায়ণগঞ্জ যান। এই সময় তাঁর সাথে গিয়েছিলেন- শ্রীকৃষ্ণচন্দ্র দে, ধীরেন্দ্রনাথ দাস, নলিনীকান্ত সরকার ও আব্বাসউদ্দীন আহমদ। যন্ত্রসঙ্গীত-সঙ্গতকারী হিসেবে গিয়েছিলে রামবিহারী শীল। অনুষ্ঠানের সমাপ্তি হয়েছিল ১৫ সেপ্টেম্বর (শুক্রবার ৩০ ভাদ্র ১৩৪০)।

২৯ সেপ্টেম্বর (শুক্রবার, ১৩ আ‌‌শ্বিন ১৩৪০), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিতে ২টি গানের উল্লেখ ছিল। গান ২টি হলো-

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান। এর ভিতরে যোগেশ চৌধুরী'র রচিত নাটক 'মীরাবাঈ' রেকর্ড নাটকে নজরুলের টি গান প্রকাশিত হয়েছিল।

রেকর্ডে প্রকাশিত অন্যান্য গান

অক্টোবর ১৯৩৩ (১৫ আশ্বিন -১৪ কার্তিক ১৩৪০)

এই মাসে রেকর্ডে প্রকাশিত রচনা

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
নভেম্বর ১৯৩৩ (১৫ কার্তিক -১৪ অগ্রহায়ণ ১৩৪০)

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

ডিসেম্বর ১৯৩৩ (১৫ অগ্রহায়ণ-১৬ পৌষ ১৩৪০)
এই মাসের ৩ তারিখে (রবিবার ১৭ অগ্রহায়ণ), পাওনিয়ার ফিল্ম কোম্পানির সাথে নজরুলের ধ্রুব নামক চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা ও সুর সংযোজনার ক্ষেত্রে চুক্তি হয়। ১৫ ডিসেম্বর (শুক্রবার ২৯ অগ্রহায়ণ ১৩৪০), পাওনিয়ার ফিল্ম কোম্পানির সাথে চিত্র পরিচালকের দায়িত্ব দেন। তবে শেষ পর্যন্ত নজরুল ও সত্যেন্দ্রনাথ দে ছবিটি পরিচালনা করেছিলেন।

এই মাসের বাতিলকৃত রেকর্ড

জানুয়ারি ১৯৩৪ (১৬ পৌষ- ১৭ মাঘ ১৩৪০)
এই মাসে নজরুলের প্রথম অভিনীত প্রথম চলচ্চিত্র 'ধ্রুব' মুক্তি পেয়েছিল।
  1. জাগো ব্যথার ঠাকুর  [তথ্য]
    সুনীতির গান। শিল্পী আঙ্গুরবালা
  2. অবিরত বাদর বরষিছে ঝরঝর [তথ্য]
    সুনীতির গান। শিল্পী আঙ্গুরবালা]
  3. চম্‌কে চপলা মেঘে মগন গগন [তথ্য]
    ১. ধ্রুব [১৯৩৪ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি (সোমবার, ১৭ পৌষ ১৩৪০)।
    ২. সন্ধ্যামালতী প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]। নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ৪১। পৃষ্ঠা: ১৪৬]
  4. ধূলার ঠাকুর ধূলার ঠাকুর [তথ্য]
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। ধ্রুব-এর গান। শিল্পী মাস্টার প্রবোধ]
  5. হরি নামের সুধায় ক্ষুধা তৃষ্ণা নিবারি [তথ্য]
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। ধ্রুব-এর গান। শিল্পী মাস্টার প্রবোধ]
  6. আমি রাজার কুমার পথ ভোলা [তথ্য]
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। ধ্রুব-এর গান। শিল্পী মাস্টার প্রবোধ]
  7. হে দুখ-হরণ ভক্তের শরণ [তথ্য]
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। মুনি-পত্নীর গান।শিল্পী: পারুল বালা]
  8. শিশু নটবর নেচে নেচে যায় [তথ্য]
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। মুনি-পত্নী। শিল্পী পারুল বালা।]
  9. মধুর ছন্দে নাচে আনন্দে [তথ্য]
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। নারদের গান।শিল্পী: কাজী নজরুল ইসলাম]
  10. গহন বনে শ্রীহরি নামের [তথ্য]
    নারদের গান।শিল্পী: কাজী নজরুল ইসলাম]
  11. দাও দেখা দাও দেখা [তথ্য]
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। ধ্রুব-এর গান।শিল্পী: মাষ্টার প্রবোধ]
  12. ফুটিল মানস-মাধবী-কুঞ্জে (মম মানস-মাধবীলতার)  [তথ্য]
     
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। নারদের গান।শিল্পী: কাজী নজরুল ইসলাম]
  13. হৃদি-পদ্মে চরণ রাখো [তথ্য]
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। নারদ ও ধ্রুবের গান।শিল্পী: কাজী নজরুল ইসলাম ও মাস্টার প্রবোধ]
  14. ফিরে আয় ওরে ফিরে আয় [তথ্য]
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। সুনীতির গান।শিল্পী: আঙ্গুরবালা]
  15. নাচো বনমালী করতালি দিয়া [তথ্য]
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। ধ্রুবের গান।শিল্পী: মাস্টার প্রবোধ]
  16. জয় পীতাম্বর শ্যাম সুন্দর [তথ্য]
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে।ধ্রুব ও সুনীতির গান। শিল্পী: আঙ্গুরবালা ও মাস্টার প্রবোধ]
  17. কাঁদিস্‌নে আর কাঁদিস্‌নে মা [তথ্য]
    ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে।ধ্রুব-এর গান। শিল্পী: মাস্টার প্রবোধ]

এই মাসে পত্রিকায় প্রকাশিত গান

১৫ জানুয়ারি (সোমবার ১ মাঘ ১৩৪০) বিহারে বিধ্বংসী ভূমিকম্পে বিপুল ক্ষয়ক্ষতি। ভূমিকম্পে বিধ্বস্ত জনপদের মানুষের সহায়তা প্রার্থনা উপলক্ষে একটি গান রচনা করেন। গানটি হলো-

এই রেকর্ডে প্রকাশিত গানসমূহ এই মাসে পত্রিকায় প্রকাশিত গান ফেব্রুয়ারি ১৯৩৪ (১৮ মাঘ-১৬ ফাল্গুন ১৩৪০) এই মাসে পত্রিকায় প্রকাশিত গান মার্চ ১৯৩৪ (১৭ ফাল্গুন- ১৭ চৈত্র ১৩৪০)
এই মাসে প্রকাশিত হয়েছিল নজরুল ইসলামের প্রথম শিশুতোষ গ্রন্থ 'পুতুলের বিয়ে'। এই গ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে ২টি গান প্রকাশিত হয়েছিল। এছাড়া টুইন ও এইচএমভি থেকে প্রকাশিত হয়েছিল ৪টি স্বতন্ত্র গান।

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

  • মোয়াজ্জিন [চৈত্র ১৩৪০ (মার্চ-এপ্রিল ১৯৩৪)]
    ভুমিকম্পের প্রলয়-লীলায় সব হ'ল [গান-২৩৪৪] [তথ্য]
    ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১৫ জানুয়ারি (সোমবার ১ মাঘ ১৩৪০) বিহারের প্রবল ভূমিকম্পের ক্ষয়ক্ষতিতে স্থানীয় অনেক মানুষ নিঃস্ব হয়ে হয়ে পড়ে। এসব নিরাশ্রায়ী সহায়-সম্বলহীন মানুষের জন্য নজরুল এই গানটি রচনা করেছিলেন।
     
এপ্রিল ১৯৩৪ (১৮ চৈত্র ১৩৪০-১৭ বৈশাখ ১৩৪১)
এই মাসে প্রকাশিত হয়েছিল নজরুল ইসলামের নবম সঙ্গীত গ্রন্থ 'গীতি-শতদল'।
  • গীতি-শতদল
    ১৩৪১ খ্রিষ্টাব্দের বৈশাখ মাসে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। প্রকাশক: গোপালদাস মজুমদার, ডি.এম. লাইব্রেরি, ৬১, কর্নওয়ালিশ স্ট্রিট, কলিকাতা। মুদ্রাকর: শ্রী অমূল্যচন্দ্র ভট্টাচার্য, ভট্টাচার্য প্রেস। ২, বৃন্দাবন পাল লেন, কলিকাতা। পৃষ্ঠা: ৮+১০৪। মূল্য: এক টাকা চার আনা। এই গ্রন্থে উৎসর্গপত্র দেখা যায় না। সূচনা অংশে 'কথা' নামে কবির একটি সংক্ষিপ্ত মুখবন্ধ দেখা যায়। গ্রন্থটি ১০১টি গান অন্তর্ভুক্ত হয়েছিল।

    গানের তালিকা:
  1. অবুঝ মোর আখিঁ-বারি [গীতি-শতদল-৩৫] [তথ্য]
  2. অসুর বাড়ির ফেরত এ মা [গীতি-শতদল-৮২] [তথ্য]
  3. আঁখি ঘুম ঘুম ঘুম [গীতি-শতদল-৪১] [তথ্য]
  4. আজ লাচনের লেগেছে গাঁদি [গীতি-শতদল-৯৪] [তথ্য]
  5. আজি নন্দদুলালের সাথে [গীতি-শতদল-৬৯] [তথ্য]
  6. আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে (প্রথম মাধবী) [গীতি-শতদল-৮৩] [তথ্য]
  7. আজি মিলন বাসর প্রিয়া [গীতি-শতদল-৯০] [তথ্য]
  8. আজকে হোরি ও নাগরি [গীতি-শতদল-৯৩] [তথ্য]
  9. আজো ফোটেনি কুঞ্জে মম [গীতি-শতদল-৩১] [তথ্য]
  10. আনন্দ-দুলালী ব্রজ-বালার সনে [গীতি-শতদল-৭৪] [তথ্য]
  11. আবু আর হাবু দুই ভায়ে [গীতি-শতদল-১০০] [তথ্য]
  12. আমার দেওয়া ব্যথা ভোলো [গীতি-শতদল-১৮] [তথ্য]
  13. আমার নয়নে কৃষ্ণ-নয়নতারা [গীতি-শতদল-৬২] [তথ্য]
  14. আমি যেদিন রইব না গো [গীতি-শতদল-৪৯] [তথ্য]
  15. উচাটন মন ঘরে রয় না (পিয়া মোর) [গীতি-শতদল-৩৬] [তথ্য]
  16. এ কোথায় আসিলে হায়, তৃষিত ভিখারি [গীতি-শতদল-৪৬] [তথ্য]
  17. এ ঘোর-শ্রাবণ-নিশিকাটে কেমনে [গীতি-শতদল-৩৩] [তথ্য]
  18. একে একে সব মেরেছিস [গীতি-শতদল-১০১] [তথ্য]
  19. তুমি এলে কে গো চিরসাথী (এলে কে গো চিরসাথী) [গীতি-শতদল-৫০]  [তথ্য]
  20. এলো ফুলের মহলে ভ্রমরা গুন্‌গুনিয়ে [গীতি-শতদল-২৯] [তথ্য]
  21. এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া [গীতি-শতদল-৫৭] [তথ্য]
  22. এসো বসন্তের রাজা হে আমার [গীতি-শতদল-৫] [তথ্য]
  23. এসো শারদ প্রাতের পথিক [গীতি-শতদল-১৫] [তথ্য]
  24. ও তুই যাস্‌নে রাই-কিশোরী [গীতি-শতদল-৫১] [তথ্য]
  25. ওরে হুলো রে তুই রাত বিরেতে [গীতি-শতদল-৯১] [তথ্য]
  26. কত জনম যাবে তোমার বিরহে [গীতি-শতদল-৪৪] [তথ্য]
  27. কুল রাখ না-রাখ [গীতি-শতদল-৩৯] [তথ্য]
  28. গত রজনীর কথা পড়ে মনে [গীতি-শতদল-১০] [তথ্য]
  29. গান গাহে মিসি বাবা [গীতি-শতদল-৯৭] [তথ্য]
  30. গিন্নীর ভাই পালিয়ে গেছে [গীতি-শতদল-৯৬] [তথ্য]
  31. গুঞ্জামালা গলে কুঞ্জে এসো হে কালা [গীতি-শতদল-৭৫] [তথ্য]
  32. গোধূলির রঙ ছড়ালে (কে গো আমায়) [গীতি-শতদল-২০] [তথ্য]
  33. ঘুমায়েছে ফুল পথের ধূলায় [গীতি-শতদল-৯] [তথ্য]
  34. চ'ম্‌কে চ'ম্‌কে ধীর (পল্লী বালিকা বনপথে) [গীতি-শতদল-২] [তথ্য]
  35. চাঁদের পিয়ালাতে আজি [গীতি-শতদল-১৪] [তথ্য]
  36. চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা [গীতি-শতদল-৯৫] [তথ্য]
  37. চির কিশোর মুরালীধর কুঞ্জবন-চারী [গীতি-শতদল-৫৪] [তথ্য]
  38. ছন্দের বন্যা হরিণী অরণ্যা [গীতি-শতদল-৩] [তথ্য]
  39. ছাড় ছাড় আঁচল বঁধু [গীতি-শতদল-৩৮] তথ্য]
  40. জাগো জাগো! জাগো নব আলোকে [গীতি-শতদল-৮৭] [তথ্য]
  41. জাগো জাগো, রে মুসাফির [গীতি-শতদল-৪৩] [তথ্য]
  42. জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী [গীতি-শতদল-৮৪] [তথ্য]
  43. তুমি নন্দন পথ ভোলা [গীতি-শতদল-৬] [তথ্য]
  44. তোমার ফুলের মতন মন [গীতি-শতদল-৭] [তথ্য]
  45. তোমার সৃষ্টি মাঝে হরি [গীতি-শতদল-৬৪] [তথ্য]
  46. তোমারে কি দিয়া পূজি ভগবান [গীতি-শতদল-৬১] [তথ্য]
  47. দাও দাও দরশন পদ্ম-পলাশ-লোচন [গীতি-শতদল-৬৫] [তথ্য]
  48. ধীরে যায় ফিরে ফিরে চায় [গীতি-শতদল-২৬] [তথ্য]
  49. দিও ফুলদল বিছায়ে [গীতি-শতদল-৩৪] [তথ্য]
  50. দুঃখ -ক্লেশ-শোক-পাপ-তাপ-শত [গীতি-শতদল-৫২] [তথ্য]
  51. নখ-দন্ত-বিহীন চাকুরী অধীন [গীতি-শতদল-৯৮] [তথ্য]
  52. নবীন বসন্তের রানী তুমি [গীতি-শতদল-৮৯] [তথ্য]
  53. নমো নটনাথ! এ নাট -দেউলে [গীতি-শতদল-৭৯] [তথ্য]
  54. নমো নমঃ রাম-খুঁটি [গীতি-শতদল-৯৯] [তথ্য]
  55. নাচিছে নটনাথ, শঙ্কর মহাকাল [গীতি-শতদল-৬৬] [তথ্য]
  56. নাচিয়া নাচিয়া এসো নন্দদুলাল [গীতি-শতদল-৫৯] [তথ্য]
  57. নাচে ঐ আনন্দে নন্দ-দুলাল [গীতি-শতদল-৬০] [তথ্য]
  58. নিয়ে কাদা মাটির তাল [গীতি-শতদল-৯২] [তথ্য]
  59. পরান হরিয়া ছিলে পাশরিয়া [গীতি-শতদল-৮৮] [তথ্য]
  60. পলাশ ফুলের গেলাস ভরি' [গীতি-শতদল-১১] [তথ্য]
  61. পলাশ ফুলের মউ পিয়ে ঐ [গীতি-শতদল-৪] [তথ্য]
  62. পলাশ-মঞ্জরি পরায়ে দে লো মঞ্জুলিকা [গীতি-শতদল-৩২] [তথ্য]
  63. পিউ পিউ বোলে পাপিয়া [গীতি-শতদল-১৩] [তথ্য]
  64. পিয়াসি প্রাণ তারে চায় [গীতি-শতদল-২৭] [তথ্য]
  65. ফিরিয়া এসো, এসো হে ফিরে [গীতি-শতদল-৪০] [তথ্য]
  66. ফিরে গেছে সই এসে (নন্দকুমার) [গীতি-শতদল-৩৭] [তথ্য]
  67. ফিরে ফিরে দ্বারে আসে যায় [গীতি-শতদল-৩০] [তথ্য]
  68. ফিরে যা সখি ফিরে যা ঘরে [গীতি-শতদল-৭৩] [তথ্য]
  69. বন-হরিণীরে তব বাঁকা আঁখির [গীতি-শতদল-২৩] [তথ্য]
  70. বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু [গীতি-শতদল-৮৬] [তথ্য]
  71. বাজিছে বাঁশরি কার অজানা সুরে [গীতি-শতদল-২২] [তথ্য]
  72. বাজিয়ে বাঁশি মনের বনে [গীতি-শতদল-৬৭] [তথ্য]
  73. বিজন গোঠে কে রাখাল বাজায় বেণু [গান-৩২১] [তথ্য]
  74. বেলা পড়ে এলো জল্‌কে সই চল্‌ চল্ ‌[গীতি-শতদল-২৮] [তথ্য]
  75. ব্রজের দুলাল ব্রজে আবার আসবে [গীতি-শতদল-৭৭] [তথ্য]
  76. ভবের এই পাশা খেলায় [গীতি-শতদল-৮০] ‌[তথ্য]
  77. ভালোবেসে অবশেষে (হায় গো ভালোবেসে অবশেষে) [গীতি-শতদল-৫৬][তথ্য]
  78. ভুল করে আসিয়াছি [গীতি-শতদল-৪৭] [তথ্য]
  79. ভুবনে ভুবনে আজি ছড়িয়ে গেছে রঙ [গীতি-শতদল ৮১] [তথ্য]
  80. ভোলো অতীত-স্মৃতি ভোলো কালা [গীতি-শতদল-৫৩] [তথ্য]
  81. ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি [গীতি-শতদল-৪৮] [তথ্য]
  82. মণি-মঞ্জির বাজে অরুণিত চরণে [গীতি-শতদল-৭২] [তথ্য]
  83. মন লহ নিতি নাম রাধা শ্যাম [গীতি-শতদল-৬৩] [তথ্য]
  84. মালঞ্চে আজ কাহার যাওয়া আসা [গীতি-শতদল-১৬] [তথ্য]
  85. মোর মাধব-শূন্য-মাধবী -কুঞ্জে [গীতি-শতদল-৭৬] [তথ্য]
  86. রহি রহি কেন আজো সেই মুখ মনে পড়ে [গীতি-শতদল-১২] [তথ্য]
  87. রাস-মঞ্চোপরি দোলে মুরালীধারী [গীতি-শতদল-৫৮] [তথ্য]
  88. রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে [গীতি-শতদল-২৪] [তথ্য]
  89. শুকনো পাতার নূপুর পায়ে [গীতি-শতদল-১] [তথ্য]
  90. শোনো লো বাঁশিতে ডাকে [গীতি-শতদল-৭০] [তথ্য]
  91. সকরুণ নয়নে চাহ আজি [গীতি-শতদল-২১] [তথ্য]
  92. সখি যায়নি ত শ্যাম মথুরায় আর [গীতি-শতদল-৭৮] [তথ্য]
  93. সবুজ শোভার ঢেউ খেলে যায় [গীতি-শতদল-১৭] [তথ্য]
  94. সাগর আমায় ডাক দিয়েছে [গীতি-শতদল-৫৫] [তথ্য]
  95. সেদিন প্রভাতে অরুণ শোভাতে [গীতি-শতদল-৪২] [তথ্য]
  96. সেই পুরানো সুরে আবার গান [গীতি-শতদল-২৫] [তথ্য]
  97. হায় ঝরে যায় মোর আশা-কুসুম [গীতি-শতদল-৪৫] [তথ্য]
  98. হুল ফুটিয়ে গেলে শুধু [গীতি-শতদল-১৯] [তথ্য]
  99. হেলে দুলে বাঁকা কানাইয়া গোকূলে [গীতি-শতদল-৭১] [তথ্য]
  100. হেসে হেসে কলসি নাচাইয়া [গীতি-শতদল-৮] [তথ্য]
  101. হোরির রঙ লাগে আজি [গীতি-শতদল-৮৫] [তথ্য]

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনার তালিকা

  • বুলবুল। বৈশাখ ১৩৪১।
    • আধো আধো বোল্‌ লাজে [গান-৯৫৮] [তথ্য]
    • জানুয়ারিতে চট্টগ্রামে অবস্থানকালে নজরুলকে সংবর্ধনা দেওয়া হয়। এই সময় নজরুল যে অভিভাষণ দেন, তা 'প্রতিনমস্কার' নামে এই পত্রিকায় প্রকাশিত হয়েছে।
    • যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায়  [তথ্য]
    • ঐ কাজল-কালো চোখ [তথ্য]
  • ছায়াবীথি। বৈশাখ ১৩৪১।
    • এ কি অপরূপ রূপে মা তোমায় [গান-২২৯১] [তথ্য]
    • চিকন কালো ভুরুর তলে [গান-১৪১] [তথ্য]
  • মোহাম্মদী। বৈশাখ ১৩৪১।
    • বল্‌ রে তোরা বল্‌ ওরে ও আকাশ [গান-১৫৯৯] [তথ্য]
  • সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা পত্রিকা
    • কে তোরে কি বলেছে মা [তথ্য] [নমুনা]
      কুমারী বিজলী ধর-কর্তৃক করা স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছ।
এই মাসে রেকরডে প্রকাশিত গানের তালিকা
  • মেগাফোন। নম্বর জেএনজি ১০৭। শিল্পী: জ্ঞান দত্ত
    • আমি যেদিন রইব না গো [গান-২১৬৪] [তথ্য]
  • মেগাফোন। নম্বর জেএনজি ১০৮। শিল্পী: নিতাই ঘটক
    • চোখের নেশার ভালবাসা [তথ্য]
  • মেগাফোন। নম্বর জেএনজি ১১০। শিল্পী: শ্রীমতি শ্বেতাঙ্গিনী (খেঁদি)
    • বেলা পড়ে এলো জল্‌কে সই চল্‌ চল্ ‌[গান-৯৪৪] [তথ্য]
    • শিউলি তলায় ভোর বেলায় [গান-২৮৪] [তথ্য]
  • টুইন। এফটি ২৯৯৬। শিল্পী: মিস দুর্গা
    • নিশুতি রাতের শশী গো [গান-১৫২০] [তথ্য]
    • ভুল করিলে বনমালী এসে বনে [গান-১৬৩৮] [তথ্য]
  • টুইন। এফটি ২৯৯৭। শিল্পী: মিস পদ্মরাণী
    • এ তো ঘুম নয় সই [গান-৪৮৯] [তথ্য]
    • বকুল তলে ব্যাকুল বাঁশি কে বাজায় [গান-৭৩৩] [তথ্য]
  • টুইন। এফটি ২৯৯৮। শিল্পী: মিস সত্যবতী (পটল)
    • গত রজনীর কথা পড়ে মনে [গান-১২৫০] [তথ্য]
    • দূর প্রবাসে প্রাণ কাঁদে [গান-১৪৭৬] [তথ্য]
  • টুইন। এফটি ৩০০২। শিল্পী: মাস্টার কমল (কমল দাশগুপ্ত)
    • ঝুমকো লতার চিকন পাতায় [গান-১৪২৭] [তথ্য]
    • তুমি নন্দন পথ ভোলা [গান-১৪৪৯] [তথ্য]
  • টুইন। এফটি ৩০৮০। শিল্পী: মিস লীলা
    • আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে কে যায় [গান-২২০০] [তথ্য]
    • উঠেছে কি চাঁদ সাঁঝ গগনে [গান-১১৫৪] [তথ্য]
  • টুইন। এফটি ৩০৮৩। শিল্পী: মিস লীলা
    • গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ [তথ্য]
    • ফুটলো সন্ধ্যামণির ফুল [তথ্য]
  • টুইন। এফটি ৩১৫৫। মিস পদ্মরাণী
    • হাওয়াতে নেচে নেচে যায়  [তথ্য]
  • এইচএমভি। এন ৭২২২। কে. মল্লিক
    • চন্দ্রমল্লিকা,চন্দ্রমল্লিকা (চাঁদের দেশের) [তথ্য]
    • ঝরল যে ফুল ফোটার আগে [গান-১৪২৪] [তথ্য]
  • এইচএমভি। এন ৭২২৪। ধীরেন দাস ও মিস বীণাপাণি
    • যাও হেলে এলোচুলে কে গো বিদেশিনী [তথ্য]
  • এইচএমভি। পি ১১৭৮৫। আঙুরবালা
    • চাঁপার কলির তুলিকায় [গান-৩৭৯] [তথ্য]
    • এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে [গান-৪১৬] [তথ্য]
১-২৪ মে ১৯৩৪ (১৮ বৈশাখ-১০ জ্যৈষ্ঠ ১৩৪১)
নজরুলের ৩৪ বৎসর অতিক্রান্ত শেষের কয়েকদিন পত্রিকা ও রেকর্ডে যে সকল রচনা প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
  • পত্রিকায় প্রকাশিত রচনা
    • মোহাম্মদ। জ্যৈষ্ঠ ১৩৪১
      • ভুল করে যদি ভালোবেসে থাকি [তথ্য]
      • বল্‌ রে তোরা বল্‌ ওরে ও আকাশ [তথ্য]
    • ছায়াবীথি।  জ্যৈষ্ঠ ১৩৪১
      • রাত্রী-শেষের যাত্রী আমি [তথ্য]
    • ভারতবর্ষ। জ্যৈষ্ঠ ১৩৪১
      • শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল [তথ্য]
        স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল। [নমুনা]
         
  • রেকর্ডে প্রকাশিত গান
    • টুইন। এফটি ৩১৫৮। ইন্দু সেন
      • যাবার বেলায় ফেলে যেও  [তথ্য]
    • টুইন। মে ১৯৩৪। এফটি ৩১৬০। শিল্পী মাস্টার কমল
      • এলো ফুল-দোল ওরে [তথ্য]
      • কুমকুম আবির ফাগের ল'য়ে কালিকা[তথ্য]
    • টুইন। এফটি ৩২১৩। ঊষারাণী
      • ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না [তথ্য]
      • শিউলি ফুলের মালা দোলে [তথ্য]
    • টুইন। মে ১৯৩৪। এফটি ৩২১৭। শিল্পী আব্বাস উদ্দিন
      • খোদার প্রেমের শারাব পিয়ে  [তথ্য]
      • সাহারাতে ফুট্‌লো রে [তথ্য]
    • টুইন। এফটি ৩৩০০। সন্তোষকুমার দাস
      • সখি কই গোপী বল্লভ শ্যামল পল্লব কান্তি  [তথ্য]
    • টুইন। এফটি ৩৩০৩। সন্তোষকুমার দাস
      • জাগো দুস্তর পথের নব যাত্রী  [তথ্য]
    • টুইন। এফটি ৩৩০৫। ঊষারাণী
      • প্রাণ নিয়ে নিঠুর [তথ্য]
      • বকুল ছায়ে ছিনু ঘুমায় [তথ্য]
    • এইচএমভি। এন ৭২২৬। অনিমা বাদল
      • চাঁদের নেশা লেগে ঢুলে [তথ্য]
      • ফুল চাই -চাই ফুল টগর চম্পা  [তথ্য]
    • এইচএমভি। এন ৭২২৮। পারুল সেন
    • এইচএমভি। এন ৭২৩১। হরিদাস বন্দ্যোপাধ্যায়
      • গ্রহণী-রোগ-সমা গৃহিণী প্রিয়তমা [তথ্য]
      • নাচে তেওয়াড়ী চৌবেজী দৌবে পাঁড়ে  [তথ্য]
    • এইচএমভি। পি ১১৭৮৫। শিল্পী আঙুরবালা

এই বছরে বা পরের বছরে মেগাফোন থেকে একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল।

  • মেগাফোন। জেএনজি ১১৫।
    • কত কথা ছিল তোমায় বলিতে  [তথ্য]শিল্পী: পারুল বালা (গোজী)।  রাগ দেশী টোড়ী মিশ্র। গজল। তাল: কাহারবা
    • আসিলে কে গো বিদেশী  [তথ্য  শিল্পী: কমল দাশগুপ্ত।